সাহিত্য ও কবিতা

পঞ্চাশ হয়নি এখনো!  |||||  বিশ্বজিৎ মানিক


পঞ্চাশ হয়নি এখনো!  |||||  বিশ্বজিৎ মানিক


পঞ্চাশ হয়নি এখনো – হয়নি তো পঞ্চাশ
ভেঙে কেন যেতে চায় – লালিত বিশ্বাস?
বিশ্বাসে হাত রেখে – হয়ে একাকার
চেয়েছিল করে নিতে – মাতৃকা উদ্ধার।

উদ্ধার হয়েছিল বলে – অহঙ্কার এ জাতির
অভাবটি বেড়ে গেল – আজ কেন প্রীতির?
হাতে হাত রেখে সবে – প্রতিজ্ঞায় আবদ্ধ
হৃত হতে চলে প্রীতি – ছিল যাহা লব্ধ ।

পঞ্চাশ হয়নি এখনো – হয়নি তো পঞ্চাশ
পদতলে ফেল কেন – প্রসাদিত আশ্বাস?
আশ্বাসে বিশ্বাস রেখে – হয় আগুয়ান
আজ কেন মারা হয় – তবে পিছু টান?

শকুনির কাছে দেখ – হার মেনে গেছে
প্রগতির লেবাস সেদিন – পড়েছিল পাছে।
যে বা যারা ছিল সেদিন – খুব দয়াময়
তবে কেন আজ হলো – নিঠুর নির্দয়?

পঞ্চাশ হয়নি এখনো – হয়নি তো পঞ্চাশ
চায় কেন থেমে যেতে – স্বাভাবিক নিঃশ্বাস?
বহমান ছিল মাঠে – উন্মুক্ত হাওয়া
হলো কেন আজ বায়ু – গরলেতে ছাওয়া ?

শৃঙ্খলে আবদ্ধ ছিল – বিবেক আর রূপ
হয়ে গেল কেন বল – তাহা প্রতিরূপ?
ব্যবহারে বুঝেছিল – হবে ভাই ভাই
আজ কেন বল দেখি – নেই মোর ঠাই?

পঞ্চাশ হয়নি এখনো – হয়নি তো পঞ্চাশ
চাও কেন তুমি আজ – আমার বিনাশ?
শক্তির মহড়ায় – হয়ে গেছ প্রবল
ভাঙতে করোনা কুণ্ঠা – কারো মনোবল।

উঠা বসা খাওয়া পড়া – ছিল একসাথে
মরিচের গুঁড়ো কেন – দাও আজ পাতে?
ভুলে গেছ তুমিও যাহা – একদিন খেতে!
মরিয়া তোমাকেই দেখি – আজ তাহা দিতে।

পঞ্চাশ হয়নি এখনো – হয়নি তো পঞ্চাশ
দুই দু গুণে ছয় বলে – কর কেন নিকাশ?
অংকের ফলাফল – মিছে করে দিলে
ভাবিনি আগেও তুমি – এমনটাই ছিলে!!!

১৯/০৯/২০২০ খ্রিস্টাব্দ।


সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন