বিদ্যমান বৈশ্বিক এবং স্থানীয স্বাস্থ্য ঝুকি সংক্রান্ত পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ হাইকমিশন, অটোয়া, কানাডা কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ ২০২০ তারিখে Richetieu -vanier Community Centre,300 Des, Peres-Blancs Ave, Ottawa, Ontario আয়োজিত অনুষ্ঠান এবং ১৪ মার্চ ২০২০ তারিখে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা দুর্ভাগ্যজনকভাবে সাময়িক স্থগিত করা হচ্ছে। পরবর্তিতে পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যথাশীঘ্র সম্ভব উক্ত অনুষ্ঠান করা হবে।
তবে ১৭মার্চ ২০২০ (মঙ্গলবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সীমিত পরিসরে একটি অনুষ্ঠান বিকাল ৫টায় বাংলাদেশ হাইকমিশন অটোয়ায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ দূতাবাস এর পক্ষ থেকে মিনিস্টার ও দূতালয় প্রধান মিয়া মোঃ মাইনুল কবির আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।