সাহিত্য ও কবিতা

তোমার আরেক আমি |||| পুলক বড়ুয়া


তোমার আরেক আমি
-পুলক বড়ুয়া

রাত ডুবেছে লজ্জায়
রোদ উঠে এল দরজায়
অন্ধকারের পাঠ একটাই
পড়ো লিখ উচ্চারণ করো গেঁথে নাও
খুলে নাও অঙ্গ থেকে লাজুক লেবাস
উন্মুক্ত হোক উদ্দাম
অনুদিত হোক বেলাজ
অনুসৃষ্ট হোক বেশরম

জ্যোৎস্না ও রোদেলা
একই মুদ্রার এপিঠ ও ওপিঠ

ভয় কী
নির্জনতাকে আলিঙ্গন কর
নৈঃশব্দ্যকে উপহার দাও উগরে দাও
শূন্যতাকে ভরে নাও বের করে দাও
নৈঃসঙ্গের সঙ্গে একাকার হও
একা থেকে একঘরে নয় একসঙ্গে
একঘর নয় একসঙ্গী
তাহলেই তো তুমি তুমি
তাহলেই তো তুমি আমি

হাওয়ায় শ্রুতি চুবিয়ে
চোখের আলোয় আলোঘর বেঁধে
না নজরবন্দি
না পণবন্দি
না আপনবন্দি
সুকুমার শপথে
প্রতিজ্ঞায়
প্রকৃত চুক্তিবদ্ধ হও
প্রাকৃত পৃথিবী হও

আমার আমি
আরেক আমি হয়ে যাও

আলোয় হাওয়ায় ব্রম্মান্ডে
মহাবিশ্বে মহাশূন্যে মহাকালে

আকার সাকার নিরাকার
       যেখানেই থাকো
মিশে থাকো
            মিশে থাকো
                            মিশে থাকো

আমারই আমি হয়ে থাকো
আমারই না আমারই নয়
আমার সমান্তরাল নয় আমার সমান না
আমার সঙ্গী আমার সঙ্গে
এই আমি হয়ে যাও এই আমার
এই আমি হয়ে যাও এই তুমি
এই আমার আমি
আমার আরেক আমি
আমি হতে পারি
তোমার আরেক আমি




সংবাদটি শেয়ার করুন