বিশ্ব

বাহরাইন ও আরব আমিরাত সফরে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী

সফরে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সফরে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশ দুটিতে কোনো ইসরাইলি প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর।

ইসরাইলির গণমাধ্যমের এক সূত্রে এ তথ্য জানায় আল জাজিরা।
বাহরাইনের যুবরাজ সালমান আল খলিফার আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। দেশটির রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সঙ্গেও সাক্ষাত করবেন নেতানিয়াহু।
আরব আমিরাত সফরে সেখানকার যুবরাজ মুহাম্মদ বিন জায়েদের সাথে বৈঠক করবেন নেতানিয়াহু।
মধ্যপ্রাচ্যের দেশ দুটিতে তার সফরসূচি চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছে ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর।
এক বিবৃতিতে নিয়াহু জানান, ‘আমি খুবই আনন্দিত যে খুবই স্বল্প সময়ের মধ্যে আমাদের জনগণ ও দেশগুলোর সঙ্গে শান্তির ফলাফল আসতে শুরু করেছে। বাহরাইন সফর করতে সেখানকার খলিফা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এটি আমি আনন্দের সঙ্গে করব।’
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে ইসরাইল।

সূত্রঃ আরটিভি অনলাইন

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন