করোনাভাইরাস: যে অনুজীব বিশ্বব্যাপীই আতংক ও তান্ডব সৃষ্টি করেছে বিদ্যুৎ ভৌমিক, সিবিএনএ নিউজ ডেস্ক || বৈশ্বিক মহামারী করুনা ভাইরাস (কভিড-১৯) সাড়া বিশ্বজুড়ে বর্তমানে একটি বহুল আলোচিত আশংকা , উৎকন্ঠা ও বহুল আলোচ্য বিষয়। কোনভাবেই যেন বৈশ্বিক মহামারী করোনাভাইরাসকে নিয়ন্ত্রন করা সহজে সংক্রামিত হওয়ার এই ক্ষমতা সহ নিজের প্রতিরূপ তৈরি করে দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে পারা— […]
মন্ট্রিয়লে `অচেনা গন্তব্যে” উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত ২৯শে অক্টোবর সন্ধ্যায় কানাডার মন্ট্রিয়ল ক্যাফে রয়েল ব্যাংকয়েট হলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল সত্তর দশকের প্রতিভাবান লেখক মেহের আফরোজ পান্নার পরিণত বয়সের আত্মজীবনীমূলক উপন্যাস “অচেনা গন্তব্যে”র মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ব্যাতিক্রমী এ অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে একান্ত ঘরোয়া আঙ্গিকে, তাই ছিলনা কোনো সভাপতি বা প্রধান অতিথির আড়ম্বর। […]
ক্যুইবেকের সেকেন্ডারি স্কুল খুলবে সেপ্টেম্বরে ।। কানাডার হাইস্কুল (সেকেন্ডারি) সেপ্টেম্বর ১ পর্যন্ত বন্ধ থাকবে। প্রাইমারি স্কুল আর ডেকেয়ার সেন্টার মন্ট্রিয়ল…