বিশ্ব

অনলাইন যৌন অপরাধের দায়ে ৪০ বছর জেল

অনলাইন যৌন অপরাধের
ছবিঃ চো জু-বিন

অনলাইন যৌন অপরাধের দায়ে ৪০ বছর জেল

অনলাইনে যৌন হয়রানির সবচেয়ে বড় চক্রের মূল হোতাকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত। অভিযুক্তের নাম চো জু-বিন।

বিভিন্ন বয়সের নারীদের ব্ল্যাকমেইল করে তাদের আপত্তিকর ছবি অর্থের বিনিময়ে তিনি অনলাইনে ছেড়ে দিতেন। এ কাজে তিনি অনলাইনে একটি গোপন চ্যাটরুম ব্যবহার করতেন। এ চ্যাটরুমে অন্তত ১০ হাজার সদস্য ছিল। চ্যাটরুমের সদস্য হওয়ার জন্য একজন ব্যক্তিকে ১ হাজার ২০০ ডলার দিয়ে রেজিস্ট্রেশন করতে হতো।

গত বছর থেকে তিনি এ অপরাধমূলক কাজে সম্পৃক্ত ছিলেন। জু-বিনের মাধ্যমে এখন পর্যন্ত ৭৪ জনের ছবি-ভিডিও ফাঁসের প্রমাণ পাওয়া গেছে, যাদের মধ্যে ১৬ জনই অপ্রাপ্তবয়স্ক। ব্যাপারটি জানাজানি হওয়ার পর সাধারণ মানুষ তার পরিচয় জনসমক্ষে প্রকাশ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

২০১৯ সাল থেকে এ পর্যন্ত জো-বিনসহ ১২৪ জনকে গ্রেফতার করেছে দক্ষিণ কোরীয় পুলিশ, যারা এ পর্ন অপরাধসংশ্লিষ্ট ১৮টি চ্যাটরুম পরিচালনা করতেন। সূত্রঃ যুগান্তর


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন