ফিচার্ড বিনোদন

অসুস্থ বাবার পাশে না থাকায় স্ত্রীকে ডিভোর্সের ঘোষণা হিরো আলমের

hero-alom-riya-moni

স্ত্রী রিয়া মনিকে ডিভোর্স দেবেন বলে ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে গতকাল স্ত্রীকে ‘বয়কটের’ ঘোষণা দিয়েছিলেন হিরো আলম।

এ প্রসঙ্গে বলেন, জীবনের শেষ সময়ে পালক বাবার পাশে ছিলেন না রিয়া মনি। সেজন্য বুধবার ফেসবুকে রিয়া মনিকে বয়কটের ঘোষণা দিয়েছি।
সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, ‘২০১৭ সালে প্রথম স্ত্রী তার বিরুদ্ধে (হিরো আলম) বগুড়ায় মামলা করেন। ওই মামলাকে কেন্দ্র করে প্রথম স্ত্রীর সঙ্গে সংসার ভেঙে যায়।

২০২২ সালে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বনিবনা না হওয়ায় সংসার ভেঙে যায়। এরপর রিয়া মনির (হিরো আলম প্রযোজিত সিনেমার নায়িকা) সঙ্গে পরিচয় হয়। পরবর্তী সময়ে তারা বিয়ে করেন।’

তিনি বলেন, ‘এর আগে অনেকবার মাফ করেছি রিয়া মনিকে।

আপনারা সবাই জানেন আমি তাকে বয়কট করেছি। বয়কট মানে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। আমি ঢাকা যাওয়ার পর তার সঙ্গে সেপারেট (আলাদা) হয়ে যাব। যে বক্তব্যগুলো রিয়া মনি আমার বিরুদ্ধে দিচ্ছে, সেগুলো প্রমাণসহ দিতে হবে।’

গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক মারা যান।

গতকাল বুধবার বগুড়ার এরুলিয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

সূত্র: কালের কন্ঠ

এফএইচ/বিডি
সংবাদটি শেয়ার করুন