সাহিত্য ও কবিতা

আসল কুকুর পালন  |||| বিশ্বজিৎ মানিক


আসল কুকুর পালন  |||| বিশ্বজিৎ মানিক


কুকুর ছানা দিচ্ছে হানা ছাগল ছানা দেখে
দৌড়ে পালায় ছাগল ছানা কুকুর ছানার ডাকে।


ডাক শুনে তার মা ছাগলটি আসলো ধেয়ে কাছে
অমনি কুকুর পালিয়ে গেলো গোয়াল ঘরের পাছে।


কাজের ছেলে নিখিল বসে দেখলো এদের খেলা
ভাবনা করে পায়না নিখিল কেন তাদের জ্বালা?


দু’জন হলো দু’জাত প্রাণী খায়না কারো খাবার
প্রয়োজনটা কোথায় হলো ঝগড়া তাদের করার?


কুকুর ছানা মাংস পেলে খেয়ে খুশী হয়
এ খাবারটি কোন কালেই ছাগল ছানার নয়।


ছাগল ছানা তৃণভোজী ঘাস পাতা তার খাবার
কুকুর ছানা উপোস হলেও করবেনা তা আহার।


তবে কেন ঝগড়াঝাটি নিত্য দিনের কাজ?
ছাগল ছানা দেখলে কুকুর করবে কেন সাঝ?


কুকুর হলো প্রভুভক্ত ইতর জাতের প্রাণী
রশি দিয়ে গলায় বেঁধে হয়না নিতে টানি।


শোবার জন্য ঘর না দিলে যায়না বাড়ি ছেড়ে
অপরিচিত দেখলে কোন যাবেই তাকে তেড়ে।


খাবার যদি না দেয় মালিক অন্য বাড়ি যায়
পেট ভরে সে খেয়েই নেবে উচ্ছিষ্ট যা পায়।


খাবার খেয়ে আসবে ফিরে যে বাড়িটা তার
সিঁড়ির উপর ঘুমিয়ে পড়বে সম্মুখে দরজার।


হবেই কুকুর প্রতিবাদী দেখলে প্রভুর ক্ষতি
এটাই হলো কুকুর জাতির প্রভু ভক্তির রীতি।


ছাগল হলো গৃহপালিত ঘরেই তাদের বাস
ছাড়া পেলে করেই দেবে প্রভুর সর্বনাশ।


শাক সবজি খেয়েই নেবে ফলছে যেসব ফসল
বাড়ছে যতো গাছের চারা পেলেই খাবে ছাগল।


লতা গুল্ম ওষধিতে নেই কোন বাচ বিচার
প্রভুর যতো যত্নের ফসল পেলেই করবে আহার।


মানুষরূপী ছাগলগুলোর স্বভাবও এমন হয়
যার ঘরেতেই থাকবে খাবে করবে তারই ক্ষয়।


ঘরেই পালা আছে কিছু ছাগল রূপী মানুষ
স্বার্থ খুঁজে পেলেই তারা হারিয়ে ফেলে হুঁশ।


করবে তারাই তোমার ক্ষতি ভাবছো যাদের আপন
করতে হবে এ-কারণেই আসল কুকুর পালন।


১১/০৮/২০২০ খ্রিস্টাব্দ।
সংবাদটি শেয়ার করুন