ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজটির ব্ল্যাক বক্সের সন্ধান
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে শনিবার উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত বোয়িং ৭৩৭ যাত্রীবাহী উড়োজাহাজটির দু’টি ব্ল্যাক বক্সের সন্ধান পাওয়া গেছে। রোববার জাভা সাগরে এ দুটি ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত করা হয়।
ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান হাদি তজাহানতো বলেন, ব্ল্যাক বক্স থেকে বের হওয়া দুটি সংকেত অবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা হয়। সেসব সংকেত ধরে আমরা ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত করেছি। খবর আল জাজিরা ও দ্যা গার্ডিয়ানের
তিনি বলেন, আশা করছি খুব শিগগরিই ব্ল্যাক বক্স দুটি উদ্ধার করতে পারবো। তখন দুর্ঘটনার কারণ জানা যাবে।
জাভা সাগর থেকে দেহাবশেষ, পোশাকের টুকরো এবং কিছু ধাতব যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
যাত্রীবাহী উড়োজাহাজটি ৬২ আরোহী নিয়ে শনিবার জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই জাকার্তা বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে সাগরের লাকি দ্বীপে বিধ্বস্ত হয়। যাত্রীদের কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।
উড়োজাহাজটির ধারণ ক্ষমতা ১৩০ আরোহীর হলেও যাত্রীবাহী বিমানটিতে ১২ জন ক্রু এবং ৫০ জন যাত্রী ছিলেন।
যাত্রীদের মধ্যে সাতজন শিশু ও তিনজন নবজাতকও ছিল। উড়োজাহাজে থাকা প্রত্যেকেই ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক। -সূত্রঃ বিবিসি/সমকাল
এসএস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন