কবিতায় বঙ্গবন্ধু |||| মনিরুজ্জামান প্রমউখ
———————————————————
বঙ্গবন্ধু’র কিরণ
আঁখি’র আলোয়- দেখিনি নমস্য ৷
মনে’র ভালোয়- জুড়েছি সর্বস্ব ৷
কে দেখে- ভুবন-মোহন ?
কে দেখে- পৃথিবী-মণ্ডল ?
দেখি শুধু- বঙ্গবন্ধু আর- তার আমল ৷
ভালোবাসা’র আপদমস্তক নিদর্শন ৷
রথ গেলে, পথ হয় ৷
রাত পেরোলে, ভোর হয় ৷
বঙ্গবন্ধু সকলে’র প্রার্থনা- হয়, রয় ৷
মুছে দেয়া- পথ-গুলো মুছে না যায় ৷
দেখা যায়- বঙ্গবন্ধু ও-যজ্ঞে কিরণ প্রভায় ৷৷
—————————————————–
গ্রেট আবহমান
বাতাসে’র কঙ্কন হোক- পিতা’র কর্ণ ।
সুরে’র ঝংকার হোক- পিতা’র বর্ণ ।
ফেলে আসা দিন-গুলো হয়- অতীত ।
বঙ্গবন্ধু’র নূর নীল-নদে’র নূপুর সাবীত ।
প্রবাদ-পুরুষ মুজিবুর, হীর-জন্মা রহমান ।
শেখ সিলে বাংলাদেশ- গ্রেট আবহমান ।।
—————————————————
বঙ্গবন্ধু- শেখ মুজিবুর রহমান
সুখে’র সারা-ধন মিলেছে,
কোন সভ্যতায় ?
মুঘল, সুলতানী আমলে’র সন্তাপে’র ক্ষত কী-
শতক পোড়ায়-নি ?
উদ্ধারে’র পথ কী- চেনে-নি, তবে-
নক্ষত্র, ভূমি- জীব, অণু-জীব আর- জলে’র ধারা ?
প্রশমনে’র ধারাবাহিক চড়াই উতরা’ই’- এর ইতি-খামে,
যিনি লিখে দেন,
স্বাধীনতা নামক বজ্র-শক্তি’র টিকা- বাংলাদেশ ।
উৎসাহ আর- উদ্দীপনা’র সমরেশ নৌকা-
সু-দীপ্ত ভাসে, পৃথিবী’র মানচিত্রে ।
ফল আর- ফলনে, দিন আর- রাতে’র মিশ্রণে,
শীর্ষে’র চূঁড়ায় হাঁটে, জাতীয় শাপলা ।
বঙ্গোপসাগরে’র ঢেউ গোনে গোনে-
মানুষ বুকে’র জমিনে, যে- তীর্থ সাজায় ?
সে রথে’র সমতল-ভূমি বঙ্গবন্ধু- শেখ মুজিবুর রহমান ।।