দেশের সংবাদ

কমলগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

কমলগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত ।।  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রুয়েল মিয়া (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
জানা যায়, শনিবার রুয়েল ও অপর সহযাত্রী টিলাগাঁও গ্রামের রুবেল মিয়া ( ১৬) মোটরসাইকেল যোগে বটতল থেকে ভানুগাছ ফেরার পথে দঃ বালিগাঁও এলাকায় ব্যাটারীচালিত অটোরিকসাকে পাস দিতে গিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে  রাস্তার পাশে পড়লে রুয়েল মিয়া মাথায় হাতে ও পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাথে সাথে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। সেখানে তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রুয়েল এর মৃত্যু হয়। নিহতের বিষয়টি তার স্বজনরা শনিবার রাতে নিশ্চিত করেছেন। নিহত রুয়েল মিয়া কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। কমলগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত হওয়াতে গভীর শোকের ছায়া নেমে আসে এলাকায়।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের বিষয়টি তিনি জেনেছেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =