কমলা হ্যারিস নির্বাচিত হলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য অপমানের- ট্রাম্প
ডেমোক্রেট দল থেকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত কমলা হ্যারিসকে আক্রমণ করে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কমলা হ্যারিস যদি যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হন তাহলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য অপমানের। ট্রাম্প আরো বলেছেন, মানুষ তাকে পছন্দ করে না। কেউই তাকে পছন্দ করে না। তিনি কখনোই যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারেন না। এটা হবে যুক্তরাষ্ট্রের জন্য অপমানের। নর্থ ক্যারোলাইনাতে এক র্যালিতে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, এটা মনে রাখা খুবই সাধারণ বিষয়। যদি (জো) বাইডেন বিজয়ী হন, তাহলে চীন জিতবে।
বিষয়টা এমনই সরল সমীকরণ। ট্রাম্পের ভাষায়, বিশ্ব ইতিহাসে আমরা সবচেয়ে সেরা অর্থনীতি তৈরি করেছি, সেখানে দাঁড়িয়ে আছেন আপনি। কিন্তু এই অর্থনীতিকে আমরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি, চীন থেকে আসা মহামারির কারণে। বর্তমানে আমরা অর্থনীতির চাকা খুলে দিয়েছি।
জো বাইডেনকে আক্রমণ করে ট্রাম্প বলেন, এটা এখন পরিষ্কার হয়েছে যে, কেন চীন এবং দাঙ্গাকারীরা চায় বাইডেন নির্বাচনে বিজয়ী হোন। কারণ, বাইডেনের নীতির ফলে আমেরিকার পতন হবে। কমলা হ্যারিসকে রানিংমেট হিসেবে বাছাই করা নিয়েও সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, কমলা হ্যারিস তো নির্বাচনী দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করেই নিয়েছেন। সেখানে আসন্ন নির্বাচনে তাকেই রানিংমেট হিসেবে বেছে নিয়েছেন জো বাইডেন। বিষয়টি খুব মজার। তাকে বেছে নেয়া হয়েছে এ জন্য যে, তারা ক্যারোলাইনাতে বিজয়ী হতে চায়। আমি জানি না, তাদেরকে এই খেলা এখানে খেতে দেয়া হবে কিনা।
ট্রাম্প আরো বলেন, আগের চেয়ে তিনি এখন চীনের সঙ্গে বাণিজ্যকে অনেক বেশি ভিন্নভাবে দেখেন।
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন