জন্মের পর চুরি, সাত মাস পর সেই নবজাতক মায়ের কোলে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে গত বছরের ১৩ আগস্ট সকালে মাত্র চার দিন বয়সের শিশু চুরির ঘটনা ঘটে। নবজাতকটি ওই হাসপাতালেই জন্ম নিয়েছিল। ওই দিন হাসপাতালের বারান্দায় নানির কোলে ছিল নবজাতক। বহির্বিভাগে ‘বড় ডাক্তার’ দেখানোর টিকিট কেটে দেবেন বলে লোভ দেখিয়ে […]
পর্ব প্রকাশের পর…. অবলাচরণ – ৮ ।। সুশীল কুমার পোদ্দার কালা খাঁ অবলার পথ রোধ করিয়া দাঁড়াইল। অত্যন্ত নিকটে আসিয়া তাহাকে চিনিতে চেষ্টা করিল। ইদানীং সে কারোকেই তেমন চিনিতে পারে না। কিন্তু আজ সে অবলাকে চিনিতে পারিয়া তাহার কাছে বাড়ি ফিরিবার করুণ আকুতি জানাইল। অবলা এই মানুষটাকে একদা অত্যন্ত ভয় করিত। বাবা-মা কি বুঝিয়া তার […]
কানাডায় বিপুল উৎসাহ উদ্দীপনায় “কানাডা ডে” পালিত বৈশ্বিক মহামারি কোভিডের কারনে বিগত বছরগুলোর মতো জমায়েত, র্যালী না হলেও বিপুল উৎসাহ–উদ্দীপনায় উদযাপিত হলো কানাডার ১৫৪তম জন্মদিন। বছরের বেশির ভাগ সময় বরফাচ্ছন্ন থাকা কানাডার জন্মদিনে বিশ্বের বিভিন্ন দেশ প্রতিবছর অনাড়ম্বর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করে ‘কানাডা ডে’। আর এর সঙ্গে যোগ হন প্রবাসী বাঙালিরাও। আয়তনের দিক […]