কোভিডের ভ্যাকসিন নিলেন দেবাশীষ ধর চৌধুরী
সিবিএনএ নিউজ ডেস্ক।। পারমাণবিক বোমা কিংবা কামানের গর্জন নেই, বারুদের গন্ধ নেই, দেশে দেশে ক্ষমতাসীনদের হুংকার নেই, নেই জাতে জাতে ধর্মে-কর্মে হানাহানি , তবুও বিশ্বের দেশে দেশে, শহরে শহরে সারি সারি কফিনবন্দি লাশ, গর্জনহীন অদৃশ্য অবিশ্বাস্য অপ্রতিরোধ্য মৃত্যুর মিছিলে ক্ষত-বিক্ষত বিশ্ব ব্রহ্মান্ড।
চীনের উহান শহর থেকে জন্ম নেওয়া কোভিড-১৯ করোনা ভাইরাস নামক মহামারিতে পৃথিবী যখন ক্ষত-বিক্ষত, বিশ্বের মানুষদেরকে বাঁচানোর জন্য দীর্ঘ প্রায় এক বছর ধরে দেশে দেশে শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম করার পর অবশেষে ভ্যাকসিন সৃষ্টি করতে পেরেছেন। সেই ভ্যাকসিন মানেইতো অন্য কিছু! সেই ভ্যাকসিনের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষারত আর ঠিক সেসময়েই জানা গেলো কানাডার ক্যুইবেক প্রদেশে প্রবাসীদের মধ্য প্রথম কোন বাংলাদেশি ক্যানেডিয়ান হিসেবে কোভিড-১৯ করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবার সৌভাগ্য হয়েছেন। তিনি হলেন দেবাশীষ ধর চৌধুরী। তিনি মন্ট্রিয়লের একটি ওল্ড কেয়ার সেন্টারে স্বাস্থ্য কর্মী হিসেবে কর্মরত। গতকাল ১৬ ডিসেম্বর সকাল সাড়ে সাতটায় তিনি ভ্যাকসিনটি নেন। ২৪ ঘন্টা অতিক্রিম হলেও কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। তিনি মন্ট্রিয়লেই বসবাস করেন এবং বাংলাদেশে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাতে তার বাড়ী।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন