ক্যানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন টার্নার আর বেঁচে নেই
১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার রাতে টরন্টোতে ক্যানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন টার্নার শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর । ক্যানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন টার্নারের পারিবারিক বন্ধু হিসাবে জন টার্নারের আত্মীয়দের পক্ষে কথা বলতে গিয়ে তার প্রাক্তন সহযোগী মার্ক কেলি বলেছেন, শুক্রবার রাতে টরন্টোর বাসায় ঘুমের মধ্যে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন টার্নার শান্তভাবে মারা যান । মার্ক কেলি আরও বলেন” জন টার্নার এখন আরও ভাল জায়গায় আছেন, এবং আমি পরিবারের পক্ষ থেকে বলতে পারি যে তার কোনও সংগ্রাম করতে হয়নি এবং এটি খুব শান্তিপূর্ণ ছিল,”।
প্রাক্তন প্রধানমন্ত্রী জন টার্নারের ছিল ৩০ বছরের বর্নাঢ্য রাজনৈতিক জীবন । স্মার্ট, অ্যাথলেটিক এবং সিনেমার তারকার দুর্দান্ত চেহারার আশীর্বাদপুষ্ঠ হয়ে জন টার্নার ১৯৬০ এর দশকে প্রথমবার অটোয়ায় আসার পর জন টার্নারকে “কানাডার জন এফ কেনেডি” হিসাবে আখ্যা দেওয়া হয়েছিল । তবে তিনি তার কেরিয়ারের দুর্দান্ত প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন, ছয় বছরের দীর্ঘ সময় কানাডায় লিবারেল পার্টি থেকে বিরোধী দলের নেতা হওয়া সত্ত্বে প্রধানমন্ত্রীর শীর্ষ পদে আরোহণের পরে মাত্র ৭৯ দিনের জন্য ক্যানাডার প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন । জন টার্নার কানাডায় ১৭ তম প্রধানমন্ত্রী হিসাবে ৩০ জুন থেকে ১৭ সেপ্টেম্বর, ১৯৮৪ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তার পুরো নাম জন নেপিয়ের ওয়াইন্ডাম টার্নার । তিনি ১৯২৯ সালের ৭ জুন ইংল্যান্ডে জন্মগ্রহন করেন ।তিনি ছিলেন অক্সফোর্ড এবং সোরবনে পড়াশোনা করা একজন প্রখ্যাত আইনজীবী এবং রাজনীতিবিদ ।তিনি ১৯৬২ প্রথম এমপি হয়েছিলেন । তার রাজনৈতিক কর্মজীবনে জন টার্নার ১৯৬৮ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পিয়ার ট্রুডোর মনত্রীসভায় অধীনে বিচারপতি মন্ত্রী ও অর্থ মন্ত্রীর পদে আসীন ছিলেন । এবং ১৯৮৪ সালে প্রধানমন্ত্রীর শীর্ষ পদে আরোহণের পরে টার্নার ৭৯ দিনের জন্য ক্যানাডার প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন । ১৯৮৪ সালে ও ১৯৮৮ সালে জন টার্নারের নেতৃত্যে কানাডায় লিবারেল পার্টি দুটি নির্বাচনেই পরাজিত হয়েছিল । প্রাক্তন প্রধানমন্ত্রী জন টার্নারের মৃত্যুতে আমরা শোকাহত ও মর্মাহত । প্রাক্তন প্রধানমন্ত্রী জন টার্নারের মৃত্যুতে কানাডায়শোকের ছায়া নেমে আসে । তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি ।
সূত্র : সিটিবি নিউজ
১৯ সেপ্টেম্বর ২০২০
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন