স্বল্পদৈর্ঘ্য ‘রিয়ন্ড’ এর একটি দৃশ্য
সাড়ে সাত মিনিটের স্বল্পদৈর্ঘ্য ‘রিয়ন্ড’। তরুন নির্মাতা শোয়াইব হক নির্মিত চলচ্চিত্রটিতে শিক্ষাব্যবস্থা, নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তির অপঘাতের স্বীকার এক মেয়ের গল্প বলা হয়েছে।
ছবিটি মুক্তি দেয়া হয়েছে “ফিল্ম ফর হিউম্যানিটি’ ক্যাম্পেইন এর আওতায় আন্তর্জাতিক প্লাটফরম ভিমিয়োতে।
প্লাটফর্মটিতে অন-ডিমান্ড-রেন্টাল সিস্টেমে দেখা যাচ্ছে স্বল্প চলচ্চিত্রটি পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে দেখা যাবে। করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও দিনমজুরদের সাহায্যার্থে তহবিল সংগ্রহের জন্য আয়োজিত ‘ফিল্ম ফর হিউম্যানটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে অন্তর্জালে মুক্তি পেয়েছে ছবিটি।
প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পেপল অ্যাকাউন্টে যাবে। তাদের অ্যাকাউন্ট ভিমিয়ো পেজের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে।
ছবিটির নির্মাতা শোয়াইব হক জানান, ছবিটি দেখলে টাকা পাবে অসহায় মানুষ। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বরে টাকা পাঠানো যাবে। বিদেশ থেকে কেউ অনুদান দিতে চাইলে সংগঠনটির পেপ্যাল অ্যাকাউন্ট আছে। আর যারা ক্রেডিট কার্ড অথবা পেপ্যাল জটিলতায় ছবিটি এখনো দেখতে পারবেননা তাদের জন্য রয়েছে বিকল্প ব্যবস্থা। বিদ্যানন্দের বিকাশ মার্চেন্ট ০১৮৭৮১১৬২৩০ নাম্বারে ৯০ টাকা পেমেন্ট করে রশিদ পাঠিয়ে দিলে একটা ইউনিক প্রমো কোড দেয়া হবে যা দিয়ে ২৪ ঘন্টার মধ্যে ছবিটি দেখা যাবে। সূত্রঃ আমাদের সময়
সি/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন