মনিরুজ্জামান প্রমউখ-এর একগুচ্ছ কবিতা ১. চিটচিটা ————– এনেছি ডুবন্ত ফসল- ঘরে ৷ যা- প্রতিনিয়ত বন্যা’র জলে- ভাসে ৷ বন্ধ্যত্ব-কালীন খড়ুস পেরিয়ে- পলি’র নির্ভরতায় কাটে, মন সবার ৷ ঝরে পরে- চিটচিটা ৷৷ ———- ২. বিঘ্নতায় যা- হয় ————————- বুটে’র শব্দে মেঝে-তে কম্পন ভারী ৷ প্রচণ্ডতায় রয়েছে, তীব্র- বিষ ছড়াবার অজুত-রাশি ব্যাঘ্রতা ৷ উপযোগ ব্যতীত আশা’র জল-রাশি […]
পাপড়ি মেলা ।।।। বিশ্বজিৎ মানিক দক্ষিণ শহরতলীর এক – শিশু কিশোর সংগঠন পাপড়ি মেলা পরিষদ নামে – ইহার গঠন। এলাকার শতাধিক – ছাত্র যুবক মিলে প্রগতির পথে তারা – ধরে ডানা মেলে। উন্নয়ন করতেই হবে – শিশু কিশোরদের এরাই হলো ভবিষ্যতের – আলো সকলের। পড়ালেখায় যদি কেহ – অমনোযোগী হয় এলাকারই দুর্নাম হবে – শুধু […]
স্মৃতি রোমন্থন ||||| বিশ্বজিৎ মানিক বিকেল বেলা করছে খেলা ডানপিটে সব ছেলে ইচ্ছে মতোই ধরছে তারা পাখনাটাকে মেলে। একেক জনে একেক রকম করছে মাঠে খেলা রোজ বিকেলেই জমে এমন দুষ্ট ছেলের মেলা। কেউবা দেখে ডাংগুলিটা যাচ্ছে কতো দূর আবার কেউবা মাঠের জলকে ভাবছে সমুদ্দুর। কলা গাছের ভেলা নিয়ে নামছে মাঠের জলে লগি দিয়ে ঠেলছে ভেলা […]