অক্ষর-ছবি |||| সুমিত মোদক দেওয়াল জুড়ে শব্দ গুলো ডানা মেলে দিলে বিবেকের ঘুম ভেঙে যায় ; জোনাকি-আলো জ্বলে ওঠে … তখনই বোধের ভিতর জাগে সুর , রাগ বিভাবরী ; একের পর এক দেওয়াল জুড়ে জন্ম নিচ্ছে অক্ষর-ছবি ; মা ঘুমের ঘোরে কি যেন বলছে ; আজকাল দেখি মেয়েও কি যেন বলে ; হয়তো অক্ষর-ছবি […]
ফোনকল |||| পুলক বড়ুয়া ‘ফোন করলেন না কেন’ সে স্বর ভীষণ শিহর জাগানো তোমার । তোমার স্বকন্ঠ এল, তোমার স্বহস্তে । পূর্ণ কিংবা শূন্য পেয়ালার মতো এক অপেক্ষাকাতর । যুগল নেশার মতো ঠোঁটে দুলে ওঠেনি তো কোনো পানপাত্র । ঠান্ডা কিংবা উষ্ণ কোমল পানীয় । মাঝখানে ছিল খালি বিরহ-টেবিল । ওয়েটার তখনও আসেনি । আমরা […]
অষ্টমাশ্চর্য ||||| পুলক বড়ুয়া একটা গান গাও আমার জন্যে যে কোনো গান কিংবা আমার জন্যে নয় যে কোনো কান যে কেউ শুনবে যে কারো জন্যে আমি আড়ি পেতে শুনবো নদী যেমন বয়ে যায় আমি ভেসে যাই পর্বত যেমন দাঁড়িয়ে থাকে আমি চড়াই উৎরাই ভাঙি তরুলতা যেমন হাতছানি দেয় আমি তার ছায়ানীড় খুঁজি সায়র যেমন দোলা […]