কর্মীদের বছর শেষে বোনাস হিসেবে ১ কোটি ১০ লাখ ডলার (বাংলাদেশি টাকায় আনুমানিক ১৩৪ কোটি টাকা) দিয়েছে চীনের একটি ক্রেন কোম্পানি। তবে হাতে কিংবা ব্যাংক অ্যাকাউন্টে নয়, টাকা দেওয়া হলো টেবিলে। আর শর্ত বেধে দেওয়া হয়, ১৫ মিনিট সময়ের মধ্যে যে যত টাকা গুনতে পারবে, সে তত টাকা পাবে। খবর এনডিটিভির
সম্প্রতি চীনা হেনান মাইনিং ক্রেন কোং লিমিটেড কোম্পানি এমন একটি অনুষ্ঠানের আয়োজন করে। ডোয়িন এবং ওয়েইবোর মতো চীনা সোশ্যাল মিডিয়া সাইটে ভিডিও শেয়ার করার পর ব্যাপক আলোচনায় আসে বিষয়টি।
ভিডিওটিতে লেখা ছিল, হেনান কোম্পানি বছর শেষে বোনাসের জন্য মিলিয়ন মিলিয়ন টাকা দিচ্ছে। কর্মীরা যতটুকু নগদ টাকা ঘরে তুলতে পারবেন, ততটুকুই তার।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিশাল টেবিলজুড়ে টাকার স্তুপ। কর্মচারীরা যতটা সম্ভব টাকা হাতিয়ে নিচ্ছেন। একজন কর্মচারী ১৫ মিনিট সময়ের মধ্যে সর্বোচ্চ ১ লাখ ইউয়ান (চীনা মুদ্রা) গুনতে পেরেছেন বলে জানা গেছে।
সোশ্যাল মিডিয়ায় লোকজন এ ঘটনা দেখা হতবাক। কেউ কেউ এই ধারণার সমালোচনাও করেছেন। কেউ আবার কোম্পানির উদারতার প্রশংসা করছেন।
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘এটি সত্যিই অনুপ্রেরণামূলক এবং দুর্দান্ত।’ আরেকজন লেখেন, ‘এমন সার্কাসের কাজ না করে কর্মীর অ্যাকাউন্টে টাকা দিতে পারতেন। এটি এক ধরনের অপমানজনক বিষয়।’ একজন মন্তব্য করেছেন, ‘এটা কী স্কুইড গেম?’
অবশ্য জানা গেছে, এটি প্রথমবার নয়। ২০২৩ সালে একই কোম্পানি বার্ষিক নৈশভোজের সময় তার কর্মীদের জন্য একটি উল্লেখযোগ্য নগদ অর্থ বিতরণ করে। সে সময় কর্মীদের পুরস্কৃত করার জন্য কোম্পানির খ্যাতি ছড়িয়ে পড়ে।
সূত্র: দৈনিক ইত্তেফাক