বন্ধের দিনে লাউয়াছড়ায় পর্যটকদের উপচে পড়া ভিড়
সজীব দেবরায়,কমলগঞ্জ : করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার(১ নভেম্বর) থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়।
লাউয়াছড়া জাতীয় উদ্যান খুলে দেওয়ার পর থেকে সবুজ এ বন পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠে। শুক্রবার ও শনিবার সরকারি বন্ধের দিন থাকায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়।
শনিবার( ২৮ নভেম্বর) বিকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গেলে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদভারে মুখরিত কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান। সরকারি নির্দেশনা মতে মাস্ক ব্যবহার করে প্রবেশ করতে হচ্ছে উদ্যানের ভিতরে। তবে অনেকেই মাস্ক ছাড়া প্রবেশ দ্বারের বাইরে ঘুরাফেরা করছেন। তারপরও বন্ধের দিনে আগত শিশু, কিশোর ও বিভিন্ন বয়সের পর্যটকদের পদচারণায় মুখর লাউয়াছড়া জাতীয় উদ্যান।
লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢাকা থেকে ঘুরতে আসা নাজমুল রাহী, সাবরিনা সরকার, দিনাজপুর থেকে আসা সাকের ইকবাল, মাসুম চৌধুরী ও চট্টগ্রাম থেকে আসা ড. র্স্পাসিয়া মুনমুন বলেন, সবুজ এ বন ঘুরে সত্যিই ভালো লেগেছে। বিভিন্ন বণ্যপ্রাণীর ছুটাছুটি দেখে খুবই আনন্দ উপভোগ করেছি। পরিবেশবাদী মো: আহাদ মিয়া বলেন, শুক্র ও শনিবার সরকারি বন্ধের দিন থাকায় লাউয়ছড়ায় পর্যটকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। প্রায় সব বয়সী পর্যটকদের পদচারণা ছিলো উদ্যানে।
বন্ধের দিনে লাউয়াছড়ায় পর্যটকদের উপচে পড়া ভিড় তবে অধিকাংশ পর্যটক মাস্ক ব্যবহার করলেও কিছু পর্যটক মাস্ক ছাড়াই ঘুরাফেরা করছেন। এখানে আগত পর্যটকদের মাস্ক ব্যবহারে আরো সচেতন করতে হবে। মাস্ক ছাড়া যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ নজরদারী রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
লাউয়াছড়া উদ্যানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পর্যটন পুলিশের এস আই নাসীর উদ্দিন বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আগত পর্যটকদের বলা হচ্ছে। যাদের মাস্ক নেই তাদেরকে টিকেট কাউন্টার থেকে মাস্ক সংগ্রহ করে ভেতরে প্রবেশ করতে দিচ্ছি। পাশাপাশি পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে পুলিশ।
-এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন