পলাশ পোড়ল এর একগুচ্ছ কবিতা
একতারার সুর
তোমার ছন্দে আজ নাচবো বাউল
তাইতো বেঁধেছি পায়ে তাল ঘুঙুর
বুকের মাঝে জেগে ওঠে পলাশ ফাগুন
শরীরে রঙ- মনে একতারার সুর ।
তোমার ছন্দে আজ গাইবো জীবন
দেহে বেজে ওঠে মুরলির ধ্বনি
সুখের ছাতায় ফুটো দুঃখ বারোমাস
বেসুরো হলেও তা কান পেতে শুনি ।
তোমার ছন্দে আজো মাতোয়ারা চাঁদ
তোমার ছন্দে আজো উথল দেহনদী
রামধনু আঁকা হৃদয়ে তোরই নামের ঢেউ
ধরার ফাঁদ পেতেছি ফিরে আসো যদি ।
অভিমান
শিমূল তুলোর মতো অভিমান ছড়িয়ে
জেব্রা ক্রসিং আর প্রেমে
অভিমানী বৃষ্টি আসে, ভেজে সোঁদাগন্ধে
জীবনের সাপলুডো গেমে ।
আমাদের কোনো রাজার গোঁসাঘর নেই
বেদুইন একা মনমরা গাছ
ঢেউ জেগে থাকে বুকে,বালিরসৌধ ভেঙে
বেঁধে পায়ে ভাঙা কাঁচ।
ক্ষয়ে যাওয়া নুড়ি, আঁকড়ে ধরে খড়কুটো
মনের হিমবাহ গলে
বাউলা বাতাসে আখড়ার চাল উড়ে গেলেই
দৌড়
আকাশের তারাগুলি সরে যায় মৌন মিছিলে
দৌড় দিয়ে খুঁজি তাকে আকাশের কোলে
সুদ কষা অঙ্কের জটিল মন —
অবেলায় ছুঁয়ে গেল দৌড়ের সীমান্ত লাইন।
ইনকিলাব জিন্দাবাদ শ্লোগান….
মিছিল মিছিল।একটা বেঁচে থাকা ভাব যেন
ধ্যুস শালা! চৈতন্যে বকলমা দে—
দৌড় দে মাঠে ।ব্রহ্মা জানে।লেখা বেদে।
আমাদের বেকারত্ব ঘোলা জলে ডুব দিয়ে- ভুস !
নীলকন্ঠ শুয়ে পড়লেন, বুকে তেল মালিশ।
কোথায় দাঁড়াবো তবে ? উঁকি দেয় কল্পবৃক্ষ
যেন রামগিরি পর্বতে একা মনমরা যক্ষ।
তবুও দৌড় চলে জীবনের জন্য।স্বপ্ন সাথে-
মিলবে না যেনেও সমান্তরাল রেললাইনের পাতে।
ফেউ
ঘাম – রক্তে মুঠোর ভেতর ভিজে যাচ্ছে মানচিত্র
মুখ থুবড়ে পড়ে আছে প্রিয়জন সর্ষের ক্ষেতে
তার দু’কষ বেয়ে রক্ত নামে ডাগর ভালোবাসায়
এই রক্ত অনুবাদ করুক ঘাতকের ঘর ও বাহির ।
চির চেনা হারিয়ে যায় দিগন্তরী নীল যমুনায়
যেখানে বুকের স্পন্দনে দ্বিধা , সেখানে কাঁপা কাঁপা –
অনামী পদচিহ্ন পড়ে থাকে মেধাবী পোস্টারে ।
যেখানে মানুষের চেয়ে বেশি বিষন্ন ভাঙ্গা খাল
সিকি জ্যোৎস্নায় লাল গোলাপ , শূন্য কুঁড়েঘর ,
সেখানে নির্বাসন দ্বীপে টগরি হাসিতে একা ফেউ ঘোরে।
আজ দেখি রাতের নদীতে তুমি স্বতন্ত্র ঝিনুক
নগ্ন উরুর ফসল বিছিয়ে বসে মৌলিক শুভ্রতায়।
লাল ডোবায় গ্রামীণ মন পুঁতে আসলে তুমি?
যদিও তোমার রক্তে খালি আমার সুর বাজে।
দৈনন্দিন
সূর্যের কাছে ক্ষয়ের ফলক পাওয়া
সিঁড়িভাঙা অঙ্কের কায়া
কাদামাটি ছেনে দিনান্তে হেরে যাওয়া
কিছু খড়কুটো আনি
স্বপ্ন কিছুক্ষণ কিনি
বুকের কার্নিশে মেঘমালা
অভিনয়ের সং নিত্য খেলা
অক্ষসূত্রে রাতটাকেই ফিরে চাওয়া
কাঁচা খাঁচার মায়া
বয়ে যায় জীবন ছড়িয়ে থাকে ছায়া ।
হাওড়া পশ্চিমবঙ্গ ভারত