প্রতিশোধ নিতে ২৫০ কুকুরছানা হত্যা করল বানরবাহিনী
বাঁদরের প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারতের মহারাষ্ট্রের বীড় জেলার মজলগাঁও এলাকার বাসিন্দারা। সেখানে মাসখানেক আগে বানরের একটি বাচ্চাকে মেরে ফেলেছিল একদল কুকুর। তারপর থেকে গোটা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বানরের বিশাল দল।
বানরেরা যেখানেই কুকুরের বাচ্চা পাচ্ছে সেগুলোকে গাছে বা উঁচু জায়গায় তুলে নিয়ে ফেলে দিচ্ছে। এতে মারা যাচ্ছে বাচ্চাগুলো। গত মাসে বানরের হামলায় ২৫০টি কুকুরের বাচ্চা মারা গেছে।বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসীও।
মজলগাঁও থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে লাভুল গ্রাম। সেখানে প্রায় হাজার মানুষের বাস। গ্রামবাসীরা জানান, বর্তমানে ওই গ্রামে আর কোনো কুকুরের বাচ্চা নেই। বানরের অত্যাচার থেকে বাঁচতে গ্রামবাসীরা বন অধিদপ্তরের শরণাপন্ন হন। তারাও একটি বানর ধরতে পারেনি। কুকুরের বাচ্চাগুলোকে বাঁচাতে গিয়ে অনেক গ্রামবাসীও আহত হয়েছেন।
গ্রামবাসীদের অভিযোগ, কুকুরের বাচ্চা মেরেও ক্ষান্ত হয়নি বানরের দল। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের ওপরও হামলা করছে বানর। বিষয়টি নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান