প্রবাসের সংবাদ

বৈধ আকামাধারী প্রবাসীদের কুয়েতে প্রবেশে বাধা নেই

প্রবাসীদের কুয়েতে প্রবেশে
বিএনপি নেতা মোহাম্মদ ফারুক।

বৈধ আকামাধারী প্রবাসীদের কুয়েতে প্রবেশে বাধা নেই

প্রবাসীদের কুয়েতে প্রবেশে

‘কুয়েতের বাইরে অবস্থানকারীরা ৩১ শে ডিসেম্বরের পরে দেশে প্রবেশ করতে পারবে না’- এমন খবর সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন কুয়েতের জেনারেল রেসিডেন্সি বিষয়ক বিভাগ।

বরং আবাসিক বিষয়ক জেনারেল প্রশাসন নিশ্চিত করেছে, যে সব প্রবাসী কুয়েতের বাইরে আছেন, যাদের বৈধ রেসিডেন্সি (আকামার মেয়াদ) আছে তাদের কুয়েতে প্রবেশে বাধা নেই। প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে কুয়েত প্রবেশ করতে পারবেন।  এদিকে এমন গুজব এড়িয়ে চলার অনুরোধ করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।

কুয়েতের জেনারেল রেসিডেন্সি বিষয়ক বিভাগের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে বলা হয়, যারা কুয়েতের বাইরে আছেন তারা অনলাইনে তাদের আকামার মেয়াদ শেষ হওয়ার পূর্বে আকামা নবায়ন করতে পারেন। মিনিস্ট্রি অব টি ইন্টেরিয়র যদি কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের নিয়ে নতুন ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে অবশ্যই এটি আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ প্রশাসনের মাধ্যমে ঘোষণা করে জানিয়ে দেয়া হবে বলে খবরে প্রকাশিত হয়েছে।

⇒কুয়েতে বিএনপি নেতার মৃত্যু

কুয়েতে মোহাম্মদ ফারুক নামে বিএনপির একজন নেতা মারা গেছেন। বুধবার সকাল ৮টার দিকে কুয়েতে আমিরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ফারুক বিএনপি কুয়েত শাখার সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি।

জানা যায়, শপিংমল সুক আল ওয়াতানিয়ায় দীর্ঘদিন থেকে স্টুডিও ব্যবসা করে আসছিলেন মোহাম্মদ ফারুক। গত সপ্তাহে ব্রেইন স্ট্রোক করলে স্থানীয় আমিরী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪৮ বছর।

এসএস/সিএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন