ফের বিশ্বব্যাপী করোনাভাইরাসের তান্ডব দিশেহারা বিশ্ব
বিদ্যুৎ ভৌমিক, সিবিএসএ নিউজ ডেস্ক ।। বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ দুই-ই লাফিয়ে লাফিয়ে বেড়েছে। কোনভাবেই যেন বৈশ্বিক মহামারী করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির চরম অবনতি হয়েই চলেছে । কোভিড-১৯ নতুন স্ট্রেনের প্রাদুর্ভাবে বর্তমানে আতঙ্কিত সারা বিশ্ব। আতঙ্ক ইউরোপজুড়ে, যুক্তরাজ্যের বাইরেও করোনার নতুন ধরন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ২১ ডিসেম্বর সোমবার সন্ধায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত সংখ্যা ছাড়াল ৭ কোটি ৭৬ লাখ ৮৬ হাজারের অধিক এবং বিশ্বে মৃত্যু ছিল ১৭ লাখ ৮ হাজারের অধিক। বিশ্বব্যাপী এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ কোটি ৪৫ লক্ষ ৬১ হাজার ৭৫৬ জন । ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ২১ ডিসেম্বর সোমবার সন্ধায় সন্ধার খবরে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা হল যুক্তরাষ্ট্রে ৩ লাখ ২৬ হাজার ৬৬৮ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই যুক্তরাষ্ট্রে। ক্ষমতাধর এ দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার ৭৯৭ জন আক্রান্ত হয়েছেন এবং যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৭ লক্ষ ৮৭ হাজার ৮০৭ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৭৫ হাজার ৪২২ জন এবং ভারতে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৪৬ হাজার ১৪৫ জন এবং ভারতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৬ লাখ ৩৫ হাজার ৬১৪ জন।
তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় ৭২ লাখ ৬৪ হাজার ২২১ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। ব্রাজিলে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২২ জনের এবং ব্রাজিলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬২ লাখ ৮৬ হাজার ৯৮০ জন।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ২৮ লাখ ৭৭ হাজার জনের । এর মধ্যে রাশিয়ায় মারা গেছেন ৫১ হাজার ৩৫১ জন এবং রাশিয়ায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২ লাখ ৯৫ হাজার ৩৬২ জন।
পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ২৪ লাখ ৭৯ হাজার ৩১৬ জন। এ পর্যন্ত ফ্রান্সে মৃত্যু হয়েছে ৬০ হাজার ৯০০ জনের এবং ফ্রান্সে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৬৪ জন ।
২৬তম স্থানে থাকা ক্যানাডায় করোনায় সংক্রমিত হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৩১৪ জন মানুষ । এর মধ্যে ক্যানাডায় মারা গেছেন ১৪ হাজার ৩৩১ জন এবং এ পর্যন্ত কানাডায় সুস্থ হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৬২১ জন।
বিশ্বে শনাক্তের দিক দিয়া ২৭তম স্থানে থাকা বাংলাদেশে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫ লাখ ২ হাজার ১৮৩ জনের। এখন পর্যন্ত বাংলাদেশে মারা গেছেন ৭ হাজার ৩১২ জন এবং বাংলাদেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন স্ট্রেইন আরও অন্তত চারটি দেশে শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে ব্রিটেনে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি শুরু করেছে উইরোপের দেশগুলো।
যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ কঠোর হচ্ছে দেশটিতে ও অন্যান্য ইউরোপীয়ান দেশে। সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ কঠোর হচ্ছে ক্যুইবেক সহ কানাডার বিভিন্ন প্রদেশে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে আশার কথা শুনিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, করোনার এই নূতন স্ট্রেইনের বিরুদ্ধেও ফাইজার–বায়োএনটেকের তৈরি টিকা কার্যকর । উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয় । হতাশার মধ্যেও আশার আলো এই যে. অনেক অনেক প্রতিক্ষার পর করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর ও নিরাপদভাবে রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে কয়েকটি দেশে ।কানাডা, যুক্তরাষ্ট্র ও বৃটেনে সবচেয়ে সাফল্যজনক ফাইজার বাইএনটেক ও মডারনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে । সবাই সুস্থ থাকুন, ভাল থাকুন ও স্বাস্হ্য বিধি মেনে চলুন ।
তথ্য: ওয়ার্ল্ডোমিটার ( World o meter )
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন