বিনোদন

ফের মৃত্যুর গুজব

ফের মৃত্যুর গুজব, অনেকটাই ভালো আছেন এন্ড্রু কিশোর

ফের মৃত্যুর গুজব, অনেকটাই ভালো আছেন এন্ড্রু কিশোর

ফের কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তে থাকে। তবে গুজবে বিরক্ত এন্ড্রু কিশোরের পরিবার। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন এন্ড্রু কিশোরের শীষ্য মোমিন বিশ্বাস।

মঙ্গলবার দিবাগত রাতে মোমিন বিশ্বাস  বলেন, ‘এটি একটি ভুয়া সংবাদ। তিনি এই মুহূর্তে ঘুমাচ্ছেন। সিঙ্গাপুর আমাদের চেয়ে দুই ঘণ্টা এগিয়ে। দাদা ঘুমাতে যাওয়ার আগেও আমার সঙ্গে কথা হয়েছে। তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ রয়েছেন।’

এন্ড্রু কিশোরের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে মোমিন বিশ্বাস বলেন, ‘দাদার শরীর অনেকটাই ভালো। আগামী সপ্তাহে তাঁর চিকিৎসক লিম সুন থাই-এর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। এরপর বলা যাবে চিকিৎসা কতদিন, কীভাবে চলবে কিংবা দেশে ফিরলেও চিকিৎসার ধরন কেমন হবে তা বলে দেবেন।’

গুজব রটনাকারীদের উদ্দেশ্যে মোমিন বিশ্বাস বলেন, ‘যারা এভাবে গুজব ছড়িয়ে দিচ্ছে এটা মোটেও ভালো কাজ হচ্ছে না। একটা পরিবারকে মানসিকভাবে হেয় করছেন।’

উল্লেখ্য, এর আগেও এন্ড্রু কিশোরের মৃত্যুর গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সে সময় তাঁর পরিবারের সদস্যরা বেশ বিরক্ত হয়েছিলেন।

শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তাঁর শরীরে নন-হজকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়। কয়েক মাস ধরে সিঙ্গাপুরে তাঁর চিকিৎসা চলছে।

সংগীতজীবনের শুরুতে আবদুল আজিজ বাচ্চুর অধীনে প্রাথমিকভাবে সংগীতচর্চা শুরু করেন এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে তাঁর প্লেব্যাক যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খান সুরারোপিত ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে। এরপর তাঁর গাওয়া অনেক গান জনপ্রিয় হয়। বাংলা চলচ্চিত্রের গানে অবদান রাখার জন্য তিনি কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

 

আরও পড়ুনঃ

সর্বশেষ সংবাদ                                 

কানাডার সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − eleven =