বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মন্ট্রিয়লে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশে হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদে একইদিনে ( ২১ জানুয়ারি ) বিশ্বব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ মন্ট্রিয়লেও বিপুল সংখ্যক লোক সমাবেশ করে। মন্ট্রিয়লের ব্যস্ততম ডাউন টাউন এলাকার গি-কনকর্ডিয়া মেট্রো স্টেশনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তুষারপাত ও হাড় কাঁপানো প্রচন্ড ঠাণ্ডা এবং বুধবার কর্মদিবসের মাঝেও সমাবেশে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল অভাবনীয়। বিভিন্ন দাবী দাওয়া ও হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের সচিত্র ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে ঠান্ডায় হিমশীতল হয়েও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রতিবাদকারীরা বাংলাদেশ, কানাডা সহ বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।
বিকেল পাঁচটায় শুরু এই সমাবেশটি একসময় দীর্ঘ লাইনে বিশাল সমাবেশের রূপ নেয়। সমাবেশের আয়োজকরা বাংলাদেশে হিন্দুদের ওপর অব্যাহতভাবে সংঘটিত নৃশংস হত্যাকান্ড, হামলা, জমি দখল, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ধর্ষণ, মিথ্যা মামলা সহ সকল প্রকার নিপীড়ন নির্যাতনের ব্যাপারে সরকার নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন।তাঁরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা ও নাগরিক সমঅধিকার নিশ্চিতের দাবি জানান। সমাবেশে কারাগারে আটক চিন্ময় প্রভূকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়।বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রাক ও পরবর্তী সহিংসতার আশংকায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
সমাবেশের বিষয়টি তখন মূলধারার পথচারীদেরও দৃষ্টি আকর্ষণ করে। বহুজাতিক সমাজের নরনারীরা সমাবেশের সাথে একাত্মতা প্রকাশ করে। পথচারীদের অনেকেই জানান, বাংলাদেশে দীপু দাসকে পুড়িয়ে মারার বর্বর ও লোমহর্ষক ঘটনা বিশ্ব মিডিয়ায় দেখেছেন এবং এরপর থেকে তাঁরা সপ্রণোদিত হয়ে সংখ্যালঘু নির্যাতনের প্রতিটি ঘটনার খোঁজখবর নিচ্ছেন। প্রতিবাদকারীরা একই সাথে বিষয়টি কানাডা সরকার এবং মূলধারার রাজনৈতিক ও মানবাধিকার নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।
মন্ট্রিয়লে বসবাসরত বাংলাদেশী হিন্দু কমিউনিটির ডাকে ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সমন্বিত আয়োজনে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।শান্তিপূর্ণ এই প্রতিবাদ সমাবেশে গ্লোবাল এলায়েন্স এগেইনস্ট এট্রোসিটি এন্ড ভায়োলেন্স অন হিউম্যানিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে এতে সংহতি প্রকাশ করেন। এছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় ছাড়াও অসাম্প্রদায়িক, প্রগতিশীল চেতনার মুসলিম সম্প্রদায়ের কিছু প্রতিনিধিও উপস্থিত থেকে এতে একাত্মতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি বুধবার সন্ধ্যায় মন্ট্রিয়লে সুদীপ্ত পুরকায়স্থ টেবলুর মালিকানাধীন Café Bénédictins-এ তাঁরই স্পন্সরে আজকের কর্মসূচি নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

গোপেন দেব


