বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য নতুন করে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা সরকার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে ‘হলুদ সংকেত’ দেখানো হয়েছে, যার অর্থ হলো ভ্রমণে গেলে নাগরিকদের স্বাভাবিকের তুলনায় বেশি সতর্ক থাকতে হবে। তবে দেশের পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভ্রমণের ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা হিসেবে ‘লাল সংকেত’ জারি করা হয়েছে। এর মানে ওই অঞ্চলগুলোতে ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
কানাডা সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচি, হরতাল-অবরোধ, বিক্ষোভ কিংবা আকস্মিক সংঘর্ষের কারণে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে পারে। এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতির আগাম কোনো সংকেত নাও পাওয়া যেতে পারে, তাই কানাডার নাগরিকদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি হয়।
বিশেষ করে পার্বত্য অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ, সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঝুঁকি বিদ্যমান। ফলে কানাডার নাগরিকদের এসব এলাকায় না যাওয়ার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ভ্রমণ সংক্রান্ত এই সতর্কতা নতুন কোনো পদক্ষেপ নয়, তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন ও নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এটি পুনর্ব্যক্ত করল কানাডা সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে অবস্থানরত কানাডার নাগরিকরা যেন সর্বদা সতর্ক থাকেন, জনসমাগম এড়িয়ে চলেন এবং নিয়মিতভাবে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখেন।
বাংলাদেশ জার্নাল