সাহিত্য ও কবিতা

বাহিনীর কাহিনী   |||||   বিশ্বজিৎ মানিক


বাহিনীর কাহিনী   |||||   বিশ্বজিৎ মানিক

পত্রিকায় ছাপা হলো – নোয়াখালীর কাহিনী
বেগমগঞ্জে আছে নাকি – একুশটি বাহিনী
প্রথম আলো রোববারের – খবরে  প্রকাশ
অত্যাচার অনাচার – আর অযাচিত ত্রাস।

মেঝো নেতা ছোট নেতা – পাতি নেতা যারা
নিজ নিজ নামে আছে – বাহিনীটি গড়া
দাবিয়ে বেড়ায় এরা – পাড়া মহল্লায়
বাহাদুরি করে নেতা – দলের ছায়ায়।

এদের আছে বিচরণ – সবগুলো দলে
তুলে নেয় কোলে দল – প্রয়োজন হলে
ছেড়ে দাও এ কথাটি – বলে না তো তারা
কাজ হয় সমাধান – বাহিনীর দ্বারা।

বাহিনীর কারুকাজ – সকলেই জানে
কুলুপ এঁটে রাখে মুখে – থাকে ধনে মানে
খাদে পড়ে যায় যবে – বাহিনীর নেতা
সাহসটা বেড়ে যায় – শুরু হয় কথা।

একযোগে যেতো যদি – প্রতিরোধ গড়া
বাহিনীর নেতা গুলো – পরে যেতো ধরা
ভিত্তিতে খেতো এক – বড়সড় টানা
হয় হতো দেশছাড়া – নয় জেলখানা।

বাহিনীর কাহিনী – হতো এতে ইতি
মানুষের মন থেকে – চলে যেতো ভীতি
নিরাপদে ঘরটাতে – হতো বসবাস
একযোগে টেনে যদি – ধরা যেতো রাস।

ছিনতাই রাহাজানির – ধরে চেপে টুঁটি
সজোরেই সন্ত্রাসীর – নাড়া খেতো খুঁটি
টুঁটি চেপে খুঁটি ধরে – জোরে দিলে টান
সন্ত্রাসী চাঁদাবাজ – হতো খান খান।

আগেকার দিনে গাঁয়ে – ছিলনা এসব
বিগড়ে গেলে কারো ছেলে – উঠে যেতো রব
গেলো বুঝি গ্রাম এবার – চলে রসাতলে
তার বাড়ি জড়ো হতো – লোক দলে দলে।

শাসন ভাষন ছিল – প্রাণ ভরা গাঁয়
প্রথা যাহা ছিল তাতে – পাওয়া যেতো সায়
যান্ত্রিক যুগে তাহা – হয়েছে অচল
না দেখার ভান করে – গাঁয়ের মোড়ল।

২০/১০/২০২০ খ্রিস্টাব্দ।



সংবাদটি শেয়ার করুন