বিজয় ঘোষণা করে ট্রাম্প বললেন, আমরা ইতিহাস সৃষ্টি করেছি
বিশ্ব সংবাদ ।। সিবিএনএ নিউজ ডেস্ক
November 06, 2024
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প
বিজয় ঘোষণা করে ট্রাম্প বললেন, আমরা ইতিহাস সৃষ্টি করেছি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ভূমিধস জয়ের পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দিচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর আগে ফক্স নিউজের পূর্বাভাসে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। ফক্স নিউজ তাদের পূর্বাভাসে বলেছে, ট্রাম্প এখন পর্যন্ত ২৭৭ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার ঝুলিতে ২২৬ ইলেক্টোরাল ভোট।
ফক্স নিউজের এই পূর্বাভাসের কিছুক্ষণ পরেই ভাষণ শুরু করেন ট্রাম্প। বিজয় ঘোষণা করে ট্রাম্প সবাইকে ধন্যবাদ দিয়ে ভাষণ শুরু করেন। ট্রাম্প ভাষণে বলেন, এটা আমাদের একটা চমৎকার মুহূর্ত। আমাদের দেশকে ঠিক করতে হবে। আমরা আজ রাতে ইতিহাস সৃষ্টি করেছি। সবাই ভেবেছিলেন আমরা করতে পারব না। এটা আমাদের রাজনৈতিক জয়।
এ ছাড়া ট্রাম্প বলেন, প্রতিটা শহরে আমি আপনাদের জন্য লড়াই করব। এটি হবে আমেরিকার স্বর্ণসুযোগ তৈরির সুযোগ। এ সময় তিনি মেইক আমেরিকা গ্রেট এগেইন বললে সমর্থকরাও একই স্লোগান দিতে থাকেন।
সুইং স্টেটগুলোর কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, নর্থ ক্যারোলিনা আমি ভালোবাসি, মিশিগান আমি আপনাদের ভালোবাসি। বিজয় ছাড়া আমাদের অন্য কোনো পথ ছিল না।
আমাদের চমৎকার অনুভূতি হচ্ছে বলে উল্লেখ করেছেন ট্রাম্প। ভাষণে তিনি তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কথাও বলেন। তার পাশে দাঁড়িয়ে থাকা মেলানিয়াকে এসময় তিনি ধন্যবাদ জানান। তিনি তার সন্তানদের কথাও উল্লেখ করেছেন ভাষণে।
ট্রাম্পের বিজয়ে যে প্রতিক্রিয়া জানাল চীন
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ আশা করে চীন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিজয়ের বিষয়টি যখন স্পষ্ট হয়ে উঠছিল ঠিক সেই সময় চীনের তরফ থেকে এমন আশাবাদ ব্যক্ত করা হয়। খবর আল জাজিরার।
বুধবার (৬ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, আমরা পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উইন-উইন (জয়-জিত) সহযোগিতার নীতির ভিত্তিতে চীন-মার্কিন সম্পর্কের দিকে এগিয়ে যাব। ‘যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের নীতি সামঞ্জস্যপূর্ণ’ এ কথাও বলেন তিনি।
মাও নিং যখন ব্রিফিং করছিলেন তখনও ট্রাম্প প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট অর্জন করেননি। মাও ট্রাম্পের পুনঃনির্বাচনের সম্ভাবনা সম্পর্কে সরাসরি মন্তব্য না করে বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়।’
চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা আমেরিকান জনগণের পছন্দকে সম্মান করি। মার্কিন নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর আমরা স্বাভাবিক অনুশীলনের মাধ্যমেই পরস্পরের মধ্যকার বিষয়গুলো পরিচালনা করব।’’
২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিভিন্ন চীনা পণ্য আমদানির ওপর অতিরিক্ত ট্যারিফ আরোপ করেছিলেন ট্রাম্প। অনেকেই আশঙ্কা করছেন, এবারও তিনি চীনের সঙ্গে নতুন করে বাণিজ্যযুদ্ধে জড়াবেন।
এদিকে বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ফক্স নিউজ জানায় ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন।
ফক্স নিউজ টেলিভিশনে প্রদর্শন করা ফলাফল বলছে, সবশেষ খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করতে চায় রাশিয়া
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী ঘোষণার পর রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান বলেছেন, মস্কো এবং ওয়াশিংটনের সম্পর্ক পুনর্গঠনের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। খবর রয়টার্সের।
২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোর পর থেকে রাশিয়া এবং পশ্চিমাদের সম্পর্ক ১৯৬২ সালের মিসাইল সংকটের পর তলানিতে নেমে গেছে।
রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, বিভিন্ন প্রচারণা সত্ত্বেও ট্রাম্প টিম প্রেসিডেন্সি এবং সিনেটে জয় পেয়েছে।
তিনি আরও বলেন, এই বিজয় প্রমাণ করেছে যে বাইডেন প্রশাসনের বিদ্বেষ, অযোগ্যতা এবং নজিরবিহীন মিথ্যাচারে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। দিমিত্রিয়েভ মনে করেন, এখন মস্কো এবং ওয়াশিংটনের সম্পর্ক পুনরুদ্ধারের সুযোগ এসেছে।
নির্বাচনের আগেও ট্রাম্প একাধিকবার বলেছেন, তিনি নির্বাচিত হলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। এখন তার এই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যাশা করা হচ্ছে।
হট স্পট সারা দেশ করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। বাড়ছে মৃত্যু। সারা দেশই এখন করোনার হট স্পট। দেশে একদিনে করোনায় শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু এবং রেকর্ড সংখ্যক ৯ হাজার ৯৬৪ জন শনাক্ত হয়েছে গতকাল। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ। হাসপাতালে ৫০ শতাংশের বেশি করোনা […]
একগুচ্ছ কবিতা | চন্দনকৃষ্ণ পাল বোধন অসময়ে মেঘ হয়ে তুমি আজ আসো ভেজাও বুকের জমি, আর খুব হাসো দাঁতের ঝিলিক দেখে বজ্রাহত হই তুমি তো পাষাণ কন্যা আমি দুঃখে রই আমার কষ্ট দেখে আকাশ বাতাস বুুকের ভেতরে কষ্ট আর হা হুতাশ টাঙ্গুয়ার হাওরে নেমে বুকে দেই জল সে জলও বাষ্প হয় করে কি যে ছল […]
হাইতির প্রেসিডেন্টকে হত্যা : স্ত্রীসহ ৫০ জনকে গ্রেপ্তারের নির্দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসিকে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী মার্টিন মইসিসহ ৫০ জনকে অভিযুক্ত করেছেন দেশটির বিচারপতি ওয়ালথার ওয়েসার ভলতেয়ার। এ ঘটনায় এক প্রধানমন্ত্রী এবং সাবেক এক পুলিশ প্রধানও রয়েছেন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২০২১ সালে নিজ বাড়িতে বন্দুকধারীদের গুলিতে নিহত হন […]