কানাডার সংবাদ

বেকারত্ব, গত ৩৮ বছরের মধ্যে সর্বোচ্চ কানাডায়


কানাডায় বেকারত্ব গত ৩৮ বছরের মধ্যে সর্বোচ্চ  | ৫ই জুন, ২০২০; কোবিড – ১৯ এবং লক ডাউনের প্রভাবে বর্তমানে কানাডায় গত ৩৮ বছরের মধ্যে বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বর্তমানে বেকারত্বের হার ১৩.৭%। এর আগে ১৯৮২ সালের ডিসেম্বর মাসে এই হার ছিল সর্বোচ্চ ১৩.১%। Statistics Canada এর রিপোর্ট অনুযায়ী গত মে মাসে নতুন ২৪৯,৬০০ চাকরি যোগ হওয়ায় এবং লক ডাউন কিছুটা শিথিল করায় বেকারত্বের হার নিম্নমুখী হতে শুরু করেছে। রেফিনিটিভ ফার্মের তথ্য মতে নতুন ২৪৯,৬০০ চাকরি যোগ না হলে মে মাসে চাকরি হারানোর সংখ্যা বেড়ে যেতো ৫০০,০০০ এবং বেকারত্বের হার হতো ১৫%। গত মার্চ ও এপ্রিল মাসে ৩ মিলিয়ন লোক চাকরি হারিয়েছিলেন এবং ২.৫ মিলিয়ন লোকের কর্মঘণ্টা কমে গিয়েছিল, .২৯২,০০০ লোকের কর্মঘণ্টা অর্ধেকের চেয়ে নীচে চলে গিয়েছিল। কানাডার কর্মসংস্থান মন্ত্রি Carle Qualtrough মানুষের কাজে ফিরেআসাকে আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন। ইতিমধ্যে প্রায় ১.২ মিলিয়ন লোক সি ই আর বি সুবিধার আওতা থেকে বের হয়ে গেছেন।

অপর দিকে যুক্তরাষ্ট্রে মে মাসে ২.৫ মিলিয়ন চাকরি যুক্ত হওয়ায় সে দেশে বেকারত্বের হার ১৩.৩%এ নেমে এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তাঁর দেশের অর্থনীতি  করোনা সংকট থেকে রকেট শীপে করে পুনরুজ্জীবিত হচ্ছে।এর আগে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার ছিল ১৪.৭%। অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন মে মাসে বেকারত্বের হার বেড়ে দাঁড়াবে ২০% এর কাছাকাছি, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। (সূত্র – গ্লোবাল নিউজ)।

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন