বিশ্ব

নরওয়েতে ভূমিধসের ঘটনায় ১ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১০

ভূমিধসের ঘটনায়

নরওয়েতে ভূমিধসের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১০ জন। উদ্ধারকারীরা এখনো তল্লাশি চালাচ্ছে। গেল বুধবার রাজধানী অসলো থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরের এক গ্রামে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে উদ্ধারকারীদের ঘটনাস্থলে পাঠানো ঝুঁকিপূ্র্ণ ছিলো। পরে হেলিকপ্টার ও ড্রোন দিয়ে জায়গাটি দুদিন ধরে পর্যবেক্ষণ করা হয়। এরপর তারা ঘটনাস্থলে যায়। শুক্রবার পুলিশ কমান্ডার রায় অলকভিস্ট জানিয়েছেন, দু’একটি বাড়ি প্রবেশের জন্য নিরাপদ ছিল।

বৃহস্পতিবার একটি নিখোঁজ ডালমাটিয়ান কুকুরকে উদ্ধার করা হয়েছিল এবং এ থেকেই পুলিশ ধারণা করে মানুষের এখনও বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। এর জের ধরেই শুক্রবার বিকেলে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

ভূমি ধসের আগে অন্তত এক হাজার স্থানীয় বাসিন্দা জারড্রাম কাউন্টি থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। এ ঘটনার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইরনা সোলবার্গ।

সূত্র: বিবিসি

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন