বিপ্লব ঘোষ-এর কবিতা ভালোবাসি এই গরম বলে মাথা খারাপ করো তোমার হাতে তো কিছু নেই তার থেকে অন্য কাজ ধরো দেখো একদিন ঠিকই বৃষ্টি আসবে যেমন জোয়ার ভাটা আসে আঁধার শেষে পূর্ণিমা হাসে নদীর মতো তুমিও যদি নিরবধি ফিরে ফিরে এসে তীরে দুই পারে ভালোবাসি– বলে ভাসাতে জোয়ারে ! —– সীমান্ত সীমান্ত পারের মেঘ […]
নতুন শিক্ষাক্রমের আলোকে সপ্তম শ্রেণির ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বইয়ের একটি অধ্যায়ে ‘শরীফার গল্প’ শিরোনামের লেখা নিয়ে চলছে বিতর্ক। বিষয়টি নতুন করে সামনে এসেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক এক অনুষ্ঠানে এ নিয়ে বইয়ের পাতা ছিঁড়ে ফেলার পর। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চলুন দেখে নেয়া যাক আলোচিত ওই লেখাতে কী রয়েছে। […]