দেশের সংবাদ ফিচার্ড

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: ১২ আসামি রিমান্ডে

দিপু চন্দ্র দাস

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: ১২ আসামি রিমান্ডে

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় গ্রেফতার ১২ আসামিকে তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ৭ নম্বর আমলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এ রিমান্ডের আদেশ দেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক শেখ মোস্তাছিনুর রহমান জানান, শুক্রবার বিকালে নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত ১৫০-১৬০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেন। মামলার পর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মোট ১২ জনকে গ্রেফতার করে র‍্যাব ও পুলিশ। ১২ আসামিকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠালে বিচারক প্রত্যেককে তিন দিন করে রিমান্ড আদেশ দেন।

বৃহস্পতিবার রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দিপুকে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেয় একদল লোক।

এদিকে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার এবং নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে সচেতন ময়মনসিংহবাসী। দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। -বাংলা ট্রিবিউনে

সংবাদটি শেয়ার করুন
সংবাদটি শেয়ার করুন