মাতাল ঋতুর মরসুম
( দুটি কবিতা )
-পুলক বড়ুয়া
( ১ )
প্রথম ফাগুন
ফুরিয়েছে শীত ।
শুনব না আর
শিশির ও কুয়াশার
নিঃশব্দ-সংগীত ।
অনন্ত ঋতুর রথে
মৌসুমী শপথে
রঙিলা-সোয়ারি আজ প্রথম ফাগুন;
অদূরে শ্যামল বুকে পুড়ছে আগুন !
অরুণ-বরুণ
নবীন-তরুণ ।
কিংশুক-শিমুল
কৃষ্ণচূড়া বিপুল অতুল ।
উল্লাসে-সন্ত্রাসে কোথাও কী কেউ উঁচিয়েছে ছোরা ?
অথবা, এসেছে হৃদয়ে সিঁধেল চোরা !
( ২ )
ফাল্গুন প্রহর
বসন্ত বাহার
বর্ণাঢ্য আবার ।
কিছুতে যায় না রোখা
পলাশ-শিমুল-কৃষ্ণচূড়ার শোণিত থোকা ।
ভাঙল-রাঙল-
নির্ভুল আগল ।
দোলে পুষ্পতরী,
তরঙ্গিনী পুষ্পপরী ।
মরি মরি,
হননে-রণনে তুমি হরণসুন্দরী !