মিয়ানমারে নির্বাচন কাল, ভোটাধিকার থেকে বাদ রোহিঙ্গারা
মিয়ানমারবাসীর দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। আগামীকাল রবিবার দেশটিতে হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। মিয়ানমারের দীর্ঘ ৫০ বছরের সামরিক শাসনের অবসান ঘটানোর পর গণতান্ত্রিক জমানায় এটি দেশটির দ্বিতীয় সাধারণ নির্বাচন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ কোটি ৭০ লাখ। তবে এবারের নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে রোহিঙ্গাসহ সংখ্যালঘু ২৬ লাখ জাতিগোষ্ঠিকে। নির্বাচনে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এবং ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও আঞ্চলিক পর্যায়ে আরও ৯১ দল অংশ নিচ্ছে।
এরআগে, ২০১৫ সালে দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ক্ষমতায় আসে। ধারণা করা হচ্ছে, এবারও ক্ষমতায় আসতে যাচ্ছে সু চির দল। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হন সু চি। এমনকি আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগও ওঠে শান্তিতে নোবেলজয়ী সু চি’র বিরুদ্ধে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
বাঅ/এমএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন