যুক্তরাজ্যের ‘লাল তালিকা’ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার
যুক্তরাজ্যে ভ্রমণের ‘লাল তালিকা’ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও আরও সাতটি দেশকে এই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। ব্রিটিশ পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস শুক্রবার এক টুইট বার্তায় নতুন এই সিদ্ধান্তের কথা জানান।
এর আগে, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশসহ বিশ্বের উচ্চ-ঝুঁকিপূর্ণ ৫৯টি দেশকে আন্তর্জাতিক ভ্রমণের লাল তালিকাভুক্ত করেছিল যুক্তরাজ্য। একই সঙ্গে যুক্তরাজ্যের নাগরিকদেরও এসব দেশ ভ্রমণে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
কিন্তু দেশটির নতুন সিদ্ধান্তে যুক্তরাজ্য ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশসহ মোট আটটি দেশকে কোভিডের উচ্চ ঝুঁকির ‘রেডলিস্ট’ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। বাকি সাতটি দেশ হলো-তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, কেনিয়া এবং ওমান।
আগামী ২২ সেপ্টেম্বর ইংল্যান্ডের স্থানীয় সময় ভোর চারটা থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলেও টুইট বার্তায় উল্লেখ করেন ব্রিটিশ পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস।
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান