দেশের সংবাদ

রূপপুরে বালিশকাণ্ড : ৩ প্রতিষ্ঠানের প্রতিনিধিকে দুদকে তলব

রূপপুরে বালিশকাণ্ড

রূপপুরে বালিশকাণ্ড পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প ঘটনায় সাক্ষী হিসেবে তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদ করবে দুদক। প্রতিষ্ঠান তিনটি হলো ইউরেশিয়া, নিউ হোম অ্যাপ্লায়েন্স ও হাতিল।

এর মধ্যে ইউরেশিয়ার যে কোন প্রতিনিধি, নিউ হোম অ্যাপ্লায়েন্সের ফারহান মাহমুদ এবং হাতিলের এজিএম রণজিৎ রায়কে আজ বা আগামীকাল হাজির হতে হবে বলে জানিয়েছে দুদক।

গত বছরের ১২ ডিসেম্বর বালিশ-কাণ্ডের ঘটনায় প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ ১৩ জনকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই প্রকল্পের আবাসিক ভবনের আসবাব, বালিশসহ অন্যান্য সামগ্রী অস্বাভাবিক দামে ক্রয় দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে গত বছর ১২ ডিসেম্বর দুদকের পাবনা কার্যালয়ে পৃথক মামলা করে সংস্থাটি।

সেখানে প্রতিটি বালিশ কিনতে খরচ দেখানো হয়েছে ৫ হাজার ৯৫৭ টাকা। আর প্রতিটি বালিশ আবাসিক ভবনে তোলার মজুরি দেখানো হয়েছে ৭৬০ টাকা।

সূত্রঃ ইনডিপেনডেন্ট নিউজ

বাঅ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন