প্রতিকি ছবি
একাকীত্বের মহামারী!
লন্ডনে দীর্ঘদিন বাড়িতে পড়েছিল করোনায় মারা যাওয়া বহু মানুষের পচা-গলা লাশ
ঠিক কতো সংখ্যক মানুষ এভাবে নিজ গৃহে একা মারা গেছেন তা অবশ্য নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে মার্চ থেকে মে মাসের মধ্যে লন্ডনে যে অনেক ডজন মানুষের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে, তা বলা যায়।
রয়েল কলেজ অফ জিপি,স এর প্রধান অধ্যাপক মার্টিন মার্শাল বলেন, লকডাউনের কারণে একে-অন্যের বাড়িতে যাওয়া নিষিদ্ধ করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ থেকে বিরত থাকার সাথে এই মৃত্যুগুলোর সম্পর্ক থাকতে পারে।
‘করোনা মহামারী থেকে একাকীত্বের মহামারী শুরু হয়েছে এবং তা শুধু বয়স্কদের জন্যই নয়’, তিনি যোগ করেন।
মার্শাল বলেন, জাতীয় স্বাস্থ্য বিভাগের স্বেচ্ছাসেবকরা এ ধরনের স্পর্শকাতর লোকদের দেখাশোনা করতে ভালো ভূমিকা রাখছে। কমিউনিটিতে মৃত্যুর হার বেড়েছে। অনেকে করোনা ছাড়াও অন্যান্য রোগে মারা যাচ্ছেন। যেমনঃ হৃদরোগ।সুতরাং করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে মানুষ যদি অন্যান্য রোগের জন্যেও চিকিৎসাসেবা গ্রহণ না করে সেটা হবে ভয়াবহ।করোনায় মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য। সরকারের জরুরি বিভাগের একজন উপদেষ্টা বিবিসিকে বলেন, যুক্তরাজ্য আরো আগে থেকে লকডাউনে গেলে ভালো হত। আমরা একটু নরম হলেই এই মহামারী আরো দ্রুত গতিতে ফিরে আসবে। যদিও স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যাংকক তা অস্বীকার করে বলেন, সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছিল।
ইন্ডিপেন্ডেন্ট অবলম্বনে।
সি/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন