ফিচার্ড সাহিত্য ও কবিতা

সুমিত মোদক-এর  তিনটি কবিতা

সুমিত মোদক-এর  তিনটি কবিতা

ক্ষমতা
একটা পাণ্ডুলিপি জেগে উঠলে
জেগে উঠে একটা জাতি;
মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে চায় ইতিহাস;
 
কুয়াশা ফুঁড়ে বেরিয়ে আসে প্রান্তিক জীবন;
যদিও বিলম্বিত লয়ে রাগ ভৈরব;
একে একে ফিরে আসে অতি পরিচিত ছন্দ,
গরম ভাতের ঘ্রাণ;
 
আত্মহত্যা করতে গিয়েও ফিরে আসে মেয়েটা;
পা মেলায় মিছিলে;
নতুন করে স্বপ্ন বুনে নেয় দিকভ্রান্ত পুরুষ;
মা পঞ্চব্যঞ্জন সাজায়;
 
দিকে দিকে বেজে ওঠে শঙ্খ ধ্বনি;
 
একটা পাণ্ডুলিপি জেগে উঠলে,
জেগে উঠে আরেকটা সভ্যতা।
 
 
সোহাগ
––
 
কাউকে কিছু বলার আগে
নিজের সঙ্গে কথা বলে নিতে হয় কিছু ক্ষণ;
তা হলে বুকের ভিতর জ্বলে উঠবে আলো;
 
ভোরের আলো ফুটতে না ফুটতে বেরিয়ে
পড়তে হবে ঘর থেকে;
তার পর অঘ্রাণের  বাতাসে ছড়িয়ে দিতে হবে
না বলা কথা গুলো;
 
প্রেমের অভিমান টুপটাপ করে ঝরে পড়লে
সকালের ফুল ফোটে,
সাদা সাদা বক উড়ে যায় আকাশ-পথ ধরে;
 
পাড়া-গাঁর নিজস্ব শব্দ গুলো জেগে থাকে
কুয়াশার চাদরে, ভালবাসার আদরে।
 
 
 
মৌন হয়ে 
––
ভুলে যেতে চাই মুখ গুলো , এ সময়ের উপর দাঁড়িয়ে;
অথচ , বার বার ফিরে ফিরে আসে সে মুখ …
মুখোশ পরা মুখ …
 
বসন্তের বাতাস শুরু হলে হলুদ পাতারা
ঝরে যায় নীরবে;
ওদেরও অনেক কথা বলার ছিল ;
কথা বলার ছিল রাঙামাটির ;
 
দুপুর মাড়িয়ে গোঁসাই মাধুকরি করে চলে
বসন্ত রাগে;
পিছনে পিছনে আসে বিকালের আলো ,
রাগ মধুবন্তী;
 
শ্মশানের চিতাকাঠ থেকে উঠে আসা ধোঁয়া 
আকাশ ছুঁতে চাইলে, 
দখিনা বাতাস মৌন হয়ে পড়ে;
খুলে দেয় মুখোশ আশেপাশের  মানুষের।

 

সুমিত মোদক  । ছদ্মনাম ঊর্মিমালা দেবী । জন্ম ২৬ মার্চ ১৯৭৬  । জন্মস্থান ও বর্তমান ঠিকানা ” সোনাঝুরি “, পোস্ট: দিঘিরপাড় বাজার, থানা: ফলতা, জেলা: দক্ষিণ চব্বিশ পরগনা, পিন :৭৪৩৫০৩। নেশা: সাহিত্য চর্চা, ভ্রমণ, নতুন প্রতিভা অন্বেষণ। পেশা: সাংবাদিকতা। কাব্যগ্রন্থ: কুসুমের ঘুম নেই । প্রতিষ্ঠাতা : ফলতা লিটারেচার  এসোসিয়েশান। লেখালেখি: আনন্দবাজার, আজকাল, দৈনিক প্ৰয়াগ, NEWS বাংলা, ভোরের বার্তা, প্রাত্যহিক খবর, কোল্ডফিল্ড টাইমস, আলিপুর বার্তা,  DREM নিউজ ও অজস্র লিটল ম্যাগাজিন। পুরস্কার: শিলালিপি সাহিত্য পুরস্কার ২০০২, ভাগীরথী পুরস্কার ২০০৩, কফিহাউস সাহিত্য সম্মান ২০০৪ এবং ২০০৫, বাংলার মুখ সাহিত্য পুরস্কার ২০০৭,  বজবজ বৈশাখী সম্মান ২০০৭, ফলতা শারদ সাহিত্য সম্মান ২০১০, শতবার্ষিকী সাহিত্য সম্মান ২০১১, উদ্ভাবনী সম্মান ২০১২, সোনার কাঠি সাহিত্য পুরস্কার ২০১২। ফোন নম্বর : 9002977488 / 8373837359  , fb : Sumit Modak 
সংবাদটি শেয়ার করুন