বিশ্ব

সৌদিতে ‘হালাল’ ভ্যালেনটাইন’স ডে পালন

সৌদিতে 'হালাল' ভ্যালেনটাইন'স ডে পালন

প্রথমবারের মত সৌদি আরবে ‘হালাল’ ভাবে পালিত হলো বিশ্ব ভালবাসা দিবস। এর আগে কোনো রেস্টুরেন্ট বা কোনো প্রতিষ্ঠান ভালবাসা দিবস উপলক্ষে কোনো আয়োজন করলে দেশটির পুলিশ তাদের গ্রেফতার করতো। কেননা এই দিবসটিকে হারাম হিসেবে দেখা হত। সৌদিতে ‘হালাল’ ভ্যালেনটাইন’স ডে পালন করায় অনেকেই বলছেন ধর্মীয় কুসংস্কার থেকে ক্রমান্বয়ে মুক্দেতি পাচ্শছে দেশটি। টিতে ক্রাউন প্রিন্স হিসেবে মোহাম্মদ বিন সালমানের আবির্ভাবের পর থেকেই নানা সংস্কার এসেছে। তারই ধারাবাহিকতায় এবার ইতিহাসের প্রথমবারের মত সৌদিতে বিশ্ব ভালবাসা দিবস পালিত হল।

ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে দেশটতে বিভিন্ন রেস্টুরেন্ট, পার্ক, ফুলের দোকানে নানা আয়োজন করা হয়েছে। যুগলেরা তাদের পছন্দের মানুষটিকে নিয়ে ফুল ও উপহার দিয়ে এবারের ভালবাসা দিবস পালন করেছে। বিভিন্ন দোকানে চকলেট, টেডি বিয়ার, বাহারি উপহার, নানান ফুল বিক্রি করা হয়েছে।

আরও পড়ুনঃ

সর্বশেষ সংবাদ                                 

কানাডার সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 16 =