সাহিত্য ও কবিতা

অবাঞ্ছিত জটলা | বিশ্বজিৎ মানিক

অবাঞ্ছিত জটলা | বিশ্বজিৎ মানিক

দাও খুলে বন্ধু! – খুলে দাও দ্বার
বেরিয়েছে যারা – হয়ে যাক পাড়
জটলার মাঝে শেষে – করে আহাজারি
বাড়িয়ে দেবে ওরা – পুনঃ মহামারী।

গাড়ি ফেরি ছেড়ে দিলে – যাবে ফাঁকা ফাঁকা
সংক্রমিত হবে কম – রাজধানী ঢাকা
নইলে প্রমাদ কতো – বেড়ে যাবে বেশি
থাকবে না মুখে কারো – মধু মাখা হাসি।

বাড়ি যেতে হয় যদি – নদী হতে পাড়
ফেরি চালু না হলে যে – দেবেই সাঁতার
এতে করে কারো দেহ – যায় যদি ভেসে
জনতার হুল্লোড়ে – যাবে শেষে ফেঁসে।

শৃঙ্খলা বোধ আজ – নেই কারো মনে
যাহা মন চায় করে – কার কথা শুনে?
ভয় ভুলে গেছে সবে – উৎসবে মেতে
লেখাপড়া জানা লোক – জটলায় পথে।

ভারতীয় ভ্যারিয়েন্ট – পাওয়া গেছে দেশে
ছড়িয়ে যায় যদি – তাহা অবশেষে
দুষ্কর হয়ে যাবে – সামালটা দেয়া
বেঁচে থাকার এক পথ – সাবধান হওয়া।

১১/০৫/২০২১ খ্রিস্টাব্দ।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + sixteen =