পিরিতি | পুলক বড়ুয়া
—————————————————————————–
প্রেম করতে হলে
বহুল ঝড়-ঝাপ্টা খুলে
সোজাসাপ্টা চলে আসো
ভালোবাসা
পদ্মফুল নয়
গোবরে ফোটে না
ভালোবাসা
ভিখিরির মতো দ্বারে দ্বারে ঘুরে
এক মুষ্টি চাল নয়
ভালোবাসা
আকাশ থেকে পাওয়া
ডাস্টবিন থেকে তুলে আনা নয়
ভালোবাসতে হলে
‘ভালোবাসা’ শব্দটি ভুলে
শুধু ভালোবাসো
ভালোবাসা মন মানে না
বাহুল্য ঝেড়ে, বহুল কেড়ে
কেবল পরাণ পোড়ে
সে তো শুধু
সাধু সন্ন্যাসীর মতো
এক কাপড়ে বেরিয়ে পড়া
প্রেম তো তাই
ধ্যানী হও, মৌনী হও
একা মনে, আপন মনে
যেমন মেঘ মাটির বুকে
হঠাৎ শূন্য থেকে
শরের মতো ছুটে আসে
যেমন শর্বরী
আগুন শাড়ি পড়ে
রোদেলা হয়ে যায়
বুকে ঢুকে যায় অম্লজান
ফুসফুস টেনে নেয়
অনিবার্য হাওয়া
আর কেউ না জানুক, আমরা জানি
ভাঙাগড়ার প্রচলই
পিরিতি
——————————————————————————