আগামীকাল অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত শহীদ দিবসের ভার্চুয়াল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সিবিএনএ নিউজ ডেস্ক।। ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১’ পালনের অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশন, কানাডা ২১ ফেব্রুয়ারি ২০২১ তারিখ বিকাল ৪.০০ টা থেকে একটি ভার্চুয়াল আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
জুম অনুষ্ঠানে আলোচক থাকবেন অন্টারিও প্রাদেশিক পার্লামেন্ট সদস্য ডলি বেগম, কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান এরাস্কাইন স্মিথ এমপি, কানাডাস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর হাইকমিশনার ড. খলিলুর রহমান, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি আসাদ চৌধুরী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সৃষ্টির অন্যতম রূপকার ব্যক্তিত্ব এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত আব্দুস সালাম।
অনুষ্ঠানটি দেখতে এবং অংশগ্রহণ করতে হলে ব্যানারে দেওয়া জুম আইডি ব্যবহার করতে হবে। অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাস সবাইকে দেখার জন্য অনুরোধ জানিয়েছে।
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন