অনলাইনে দেশব্যাপী গরু বিষয়ক পরীক্ষা নেবে ভারত
সাধারণ মানুষের মধ্যে দেশি গরুর উপযোগিতা সম্পর্কে জনচেতনা বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত সরকার। আগামী মাসে একটি অনলাইন পরীক্ষা হবে গৌ বিজ্ঞানের ওপর। সর্বভারতীয় স্তরে অনলাইন এই পরীক্ষা যে কোন নাগরিক দিতে পারেন। বিজয়ীদের জন্য আছে বিশেষ পুরস্কার। পরীক্ষার উদ্যোক্তা রাষ্ট্রীয় কামধেনু আয়োগ।
সংস্থার চেয়ারম্যান বল্লবভাই কাথিরিয়া বলেন, এবার থেকে বার্ষিক এই পরীক্ষাটি হবে। পরীক্ষা দিতে কোন প্রবেশ মূল্য লাগবে না। যে কেউ কামধেনু গৌবিজ্ঞান প্রচার প্রসার পরীক্ষায় বসতে পারবেন। মূলত এই নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যেই এই উদ্যোগ।
গৌ বিজ্ঞানের ওপর স্টাডি মেটেরিয়াল তৈরি করেছে আয়োগ। গরু দুধ দেওয়া বন্ধ করে দিলেও কীভাবে সেটাকে ব্যবহার করা যায় বিভিন্ন ব্যবসায়িক স্বার্থে, সেটা বিস্তারিত ভাবে লেখা আছে এই মেটেরিয়ালে। অবজেক্টিভ প্রশ্ন আসবে পরীক্ষায়। আয়োগের ওয়েবসাইটে দেওয়া থাকবে সিলেবাস।