বিনোদন

‘অপারেশন সুন্দরবন’-এ কলকাতার নায়িকা

কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। ফাইল ছবি

‘অপারেশন সুন্দরবন’-এ কলকাতার নায়িকা । সাতক্ষীরার বুড়িগোয়ালিনীতে চলছে ‘অপারেশন সুন্দরবন’ ছবির শেষ অংশের শুটিং। আর এতে অংশ নিয়েছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা দীপংকর দীপন।

দীপংকর দীপন বলেন, ‘গত সপ্তাহ থেকে দর্শনা ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন। ৫-৬ দিন কাজও করেছেন। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। এর বেশি কিছু এখন বলতে চাই না।’

এদিকে, সুন্দরবনকে জলদুস্য মুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি। র‍্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড’র অর্থায়নে এটি প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া, জিয়াউল হক রোশান, সিয়াম আহমেদ, তাসকিন রহমান, রিয়াজ, সামিনা বাশার, মনোজ প্রামানিক, দীপু ইমাম, শেখ এহসানুর রহমানসহ আরও অনেকে। সব ঠিক থাকলে চলতি বছর ঈদুল আজহায় ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির সম্ভবনা রয়েছে।

জানা গেছে, দর্শনা বণিক সবশেষ অভিনয় করেছেন ‘হুল্লোড়’ ছবিতে। বাংলাদেশে গায়ক ইমরান মাহমুদুলের ‘তোর নামের ইচ্ছেরা’ গানের মডেল হিসেবেও দেখা গেছে তাকে। এছাড়াও এই অভিনেত্রী কাজ করেছেন তামিল ছবিতে।

আরও পড়ুনঃ

সর্বশেষ সংবাদ     
কানাডার সংবাদ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 16 =