বিশ্ব

অফিসে ডেকে নারী সাংবাদিককে আপত্তিকর প্রস্তাব ট্রাম্পের

অফিসে ডেকে নারী সাংবাদিককে আপত্তিকর প্রস্তাব ট্রাম্পের
কোর্টনি ফ্রিয়েল। ছবি: সংগৃহীত

ফক্স নিউজের সাবেক এক নারী সাংবাদিককে যৌনতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটি জানিয়েছেন সেই সাংবাদিক কোর্টনি ফ্রিয়েল।

ঘটনাটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্যা গার্ডিয়ান। অফিসে ডেকে নারী সাংবাদিককে আপত্তিকর প্রস্তাব ট্রাম্পের প্রতিবেদনে বলা হয়, কোর্টনি ফ্রিয়েল ‘টুনাইট অ্যাট টেন: কিকিং বুজ অ্যান্ড ব্রেকিং নিউজ’ নামে একটি বই লিখেছেন। বইয়ে তিনি ট্রাম্পের অপ্রত্যাশিত যৌনতার প্রস্তাব নিয়ে মুখ খুলেন।

সেখানে ঐ নারী সাংবাদিক বলেন, ‘ট্রাম্প তাকে তার অফিসে ডেকেছিলেন। আর বলেছিলেন, আমরা দুজন চুমু খেতে পারি।’

শুধু তাই নয়, ট্রাম্প ঐ নারী সাংবাদিককে ফক্স নিউজের সবচেয়ে আবেদনময়ী রিপোর্টার বলেছিলেন। বেশ কয়েকবার ঐ নারীর সঙ্গে ফক্স নিউজের অফিসে ফোন করে কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

অফিসে ডেকে নারী সাংবাদিককে আপত্তিকর প্রস্তাব ট্রাম্পের

কোর্টনি ফ্রিয়েল তার বইয়ে লিখেন, ‘ট্রাম্প ফোন দিলে বলতাম, আমরা দুজন বিবাহিত। এই বলে ফোন কেটে দিতাম।’

কোর্টনি ফ্রিয়েল ট্রাম্পের প্রিয় টিভি শো ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এর উপস্থাপকের দায়িত্ব পালন করতেন। ট্রাম্প আয়োজিত মিস ওয়ার্ল্ডের বিচারক হতে চেয়েছিলেন তিনি।

এটি শোনার পর ট্রাম্প তাকে জানান, কোর্টনির বিচারক হওয়া সম্ভব নয়, কারণ তিনি অন্য টিভি নেটওয়ার্কে কাজ করেন।

অফিসে ডেকে নারী সাংবাদিককে আপত্তিকর প্রস্তাব ট্রাম্পের অভিযোগকারী  কোর্টনি ফ্রিয়েল এখন লস অ্যাঞ্জেলেসের কেটিএলএতে কর্মরত আছেন। এবার এই নারী সেই সব নারীদের তালিকায় যুক্ত হলেন যারা ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন।

আরও পড়ুনঃ ‘এটা কেবল শুরু’, বললো মার্কিন ওয়েবসাইটে হামলাকারীরা

আরও পড়ুনঃ এস‌ কে সিনহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com 

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 13 =