অস্ট্রেলিয়ায় দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত
অস্ট্রেলিয়ার ডারউইনে দুর্বৃত্তের হামলায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মো. ইশহাকুর রহমান সিফাত (২৩)। বুধবার (৩ মে) মধ্যরাতে ওই শিক্ষার্থীর বাসায় ঢুকে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মারাত্মক আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে রয়্যাল ডারউইন হাসপাতালে নেয়া হলে বৃহস্পতিবার (৪ মে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থী চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। তার মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর স্কট বোম্যান।
ডেইলি মেইলের খবরে বলা হয়, ভোর সাড়ে ৪টার দিকে ডারউইনে বাসার বিছানায় বাংলাদেশি ছাত্রকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান বন্ধুরা। এ সময় একজন অনুপ্রবেশকারীকে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যেতে দেখা যায়। এরপর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই শিক্ষার্থীকে রয়্যাল ডারউইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার সকাল থেকে মাথায় আঘাত নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর সেখানেই তার মৃত্যু হয়।
এক বিবৃতিতে নর্দান টেরিটরি পুলিশ এ মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, মেজর ক্রাইমস ইউনিটের গোয়েন্দারা এখন হত্যাকাণ্ড হিসেবে ঘটনাটি তদন্ত করছে। ঘটনার সাথে জড়িত ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে হেফাজতে রাখা হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ আনা হয়নি।
অস্ট্রেলিয়ান পুলিশ বলছে, এ ঘটনার সুষ্ঠু তদন্তের চেষ্টা চলছে। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।