মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে যখন একের পর এক খবর আসছে, তখনই আলোচনায় বাংলাদেশ দলের আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘদিনের সতীর্থ মাশরাফির সঙ্গে যা হচ্ছে তেমনটা যেন তার সঙ্গে না হয়, এমন আশাবাদ রিয়াদের। সেজন্য অবশ্য আগাম বার্তাও দিয়ে রেখেছেন। সম্প্রতি মাশরাফির বিষয় নিয়ে কথা বলতে গিয়ে নিজে অনেকটা ‘আই ডোন্ট কেয়ার’ নীতিকেই অনুসরণ করলেন।
লম্বা একটা সময় জাতীয় দলের হয়ে ২২ গজ মাতাচ্ছেন মাহমুদউল্লাহ। ক্রিকেটকে ভালোবাসেন বলেই এখনো সবার মনে তার নাম। তবে একদিন তো বিদায় বলতেই হবে। ওই বিদায়টা যেন কারো কথায় না হয়। আর কেউ বললেও কেয়ার করবেন না রিয়াদ। নিজের যখন মনে হবে অবসর নেওয়ার সময় হয়েছে, তখনই ছেড়ে দেবেন ক্রিকেট।
মাহমুদউল্লাহর কণ্ঠে, ‘প্রথমত, আমি যেভাবে চিন্তা করি, এটা (অবসরে যাওয়া) পুরোটা মাশরাফি ভাইয়ের সিদ্ধান্ত। যখন আমরা ক্রিকেট খেলা শুরু করেছি, আমরা ভালোবেসে খেলেছি। এটা এখন আমার পেশা হয়ে গিয়েছে। শুরু থেকে কখনো ভাবিনি যে আমি ক্রিকেটারই হব। আমি ভালবেসেছি, আমি খেলেছি, এরপর ক্রিকেট আমার পেশা হয়েছে। তো কারও কথায় আমি খেলা শুরু করিনি, আর কারও কথায় আমি খেলা ছাড়ার পক্ষপাতী না।’
কথায় আছে, যা রটে তার কিছু হলেও ঘটে। রিয়াদের কথায় একটা ইঙ্গিত মিলছে। তা হলো, কেউ একজন জোর করে মাশরাফিকে অবসরে পাঠাতে চান। তবে রিয়াদ মনে করেন এটা মোটেও যুক্তিযুক্ত নয়। আর মাশরাফিও হয়তো তেমটাই মনে করছেন।
রিয়াদের ভাষ্য, ‘যখন আমার মনে হবে যে, আমার পক্ষে খেলা সম্ভব না, তখন আমি আর খেলবো না। কারণ এটা একান্তই আমার বিষয়, আমার ক্রিকেট। দায়বদ্ধতা তাই আমার-ই থাকা উচিত। আমি বিষয়টাকে এভাবে দেখি। আমার মনে হয়, মাশরাফি ভাইও এভাবে দেখেন। কারণ, তিনি অনেক বছর ধরে ক্রিকেট খেলছেন।’
আরও পড়ুনঃ সৌদি আরবে সংঘবদ্ধ ধর্ষণের শিকার বাংলাদেশি তরুণী
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের নদী থেকে বাংলাদেশি চিকিৎসকের মরদেহ উদ্ধার
আরও পড়ুনঃ ৩০০ কোটি টাকা মেরে কানাডায়
আরও পড়ুনঃ ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট হলেন রাবাব ফাতিমা
আরও পড়ুনঃ মোদির আমন্ত্রণে ভারতে আসছেন ট্রাম্প!
আরও পড়ুনঃ রোমহর্ষক: নবজাতক শিশুকে কামড়ে খেল কুকুর!
আরও পড়ুনঃ ‘হোটেল রোজ ভ্যালিতে বসে হামলার পরিকল্পনা করে ৭ জন’
আরও পড়ুনঃ বাসে ঘুমিয়ে ২১ বছর!
আরও পড়ুনঃ নীল নদের মালিক কে?
আরও পড়ুনঃ ‘সুখ’ বুঝতে ৯ মিলিয়ন ডলার দান!
আরও পড়ুনঃ পরিচালকের রুম থেকে বেরিয়ে অঝোরে কাঁদলেন নায়িকা
আরও পড়ুনঃ নিউইয়র্কের হোটেলে বাংলাদেশি তরুণীর মৃত্যু
আরও পড়ুনঃ বাণিজ্যিক উদ্দেশে মুজিববর্ষের লোগো ব্যবহার করা যাবে না
আরও পড়ুনঃ বাংলাদেশের বিরুদ্ধে অ্যামনেস্টির ভয়ানক ষড়যন্ত্র!
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন