দেশের সংবাদ ফিচার্ড

আগামীকাল দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা এবং বিস্তারিত

খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। আগামীকাল বুধবার আনুমানিক বিকাল ৩টা ৩০ মিনিটে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

আগামীকাল বুধবার দুপুর ২টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এদিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে এ কথা জানান।

 

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রেসিডেন্ট

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার এক বার্তায় রাষ্ট্রপতি এ শোক জ্ঞাপন করেন।

তিনি বলেন, ‘গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’

রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দেশবাসীকে খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান এবং তার চিরশান্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানান।

 

খালেদা জিয়ার মৃতুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃতুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ভেরিফায়েড ফেসবুক পেজে এ শোক প্রকাশ করা হয়।

এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত।

 

কাল বাদ জোহর জানাজা, জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন

আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে।’

 

দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হবে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন,‘ জরুরিভাবে স্থায়ী কমিটির বৈঠকটি হবে।’

 

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে আজ এ বিষয়ে এক পোস্ট করা হয়।

এতে বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। মিসেস জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।’

 

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার শোক বার্তাটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করা হয়। এতে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।

 

খালেদা জিয়ার মৃত্যুতে শোক: বিপিএলের আজকের দুই ম্যাচ স্থগিত

বিএনপির চেয়ারপারসর্ন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের দুই ম্যাচ স্থগিত করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায়, বিপিএল ২০২৫-২৬ আসরে আজকের দিনের নির্ধারিত দুটি ম্যাচ— সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স—বাতিল করা হয়েছে।

 

খালেদা জিয়ার মৃত্যুতে মোদির শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সময় বেলা ৯টা ৪৭ মিনিটে এক্স হ্যান্ডেলে শোক জানিয়ে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

 

খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল দান করুন। আমিন।’

 

খালেদা জিয়ার চলে যাওয়ার শোক অপূরণীয়: ফখরুল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার শোক অপূরণীয়, জাতি কখনো পূরণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালের ব্রিফিং কক্ষে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম। ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন।’

 

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ (জকসু) নির্বাচন স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রেজাউল করিম। সকালে জরুরি সিন্ডিকেট সভা শেষে তিনি এ ঘোষণা দেন। আজ সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরুর নির্দেশনা থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়।

 

জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তার স্বামী এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে। রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে দাফন করা হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হতে পারে।’

 

উপদেষ্টা পরিষদের বৈঠকে মির্জা ফখরুলকে ডেকেছেন ড. মুহাম্মদ ইউনূস

উপদেষ্টা পরিষদের বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে কেবিনেট বৈঠকে ফখরুলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

 

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান ‍উপদেষ্টার শোক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’

 

খালেদা জিয়ার মৃত্যুর খবরে হাসপাতালের সামনে নেতা-কর্মীদের ভিড়

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন। এর আগে মঙ্গলবার সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান সাবেক এই প্রধানমন্ত্রী। তার মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের সামনে নেতা-কর্মীদের ভিড় বাড়তে শুরু করে।

 

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক ঘোষণা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছে দলটি। মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘আগামী সাতদিনব্যাপী দলের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং প্রত্যেকটা অফিসে কোরআন খতম ও দোয়া মাহফিল করা হবে। এছাড়া নয়া পল্টন এবং গুলশান কার্যালয়ে শোক বই খোলা হবে।’

পরবর্তীতে দাফন কাফনের সময়সূচি জানানো হবে বলে জানান তিনি।

সূত্র: মানবজমিন

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন