ফিচার্ড সাহিত্য ও কবিতা

আনাসতাসিয়া ।।।। পুলক বড়ুয়া

আনাসতাসিয়া ।।।। পুলক বড়ুয়া


একদম আঁটো করে বাঁধা পনিটেল
গায়ে লেদারের লড়াকু জ্যাকেট
পায়ে ডাকসাইটে উঁচু হিলজোড়া উধাও
সাঁটা জাঁদরেল বুট
হাতে জাঁকালো কালাশনিকভ
মানে একে ফোরটি সেভেন
লক্ষ্যভেদী
নিশানা তাক
ট্রিগারে আঙুল

শুটিং রেঞ্জ


কোনো মডেলিং কিংবা অ্য‌াক্টিং নয়
যুদ্ধের ময়দানের আরাধনা
সদ্যজাত কৃৎকৌশল, সৌন্দর্য-সাধনা

রণাঙ্গনে লড়বার-জেতার পূর্বরাগ, মহড়া


সশস্ত্র যুদ্ধে জ্বলে উঠছে সোনালি আগুন
সৌন্দর্যের বদলে খসে পড়ছে
রোষের অনলে পুড়ে যাচ্ছে

ঝলসানি লাগা ঘোর-সংঘর্ষ


বোমার মতো ফাটছে
বুলেটের মতো উড়ে যাচ্ছে
শত্রু শিবিরের ব্যুহের ওপর
বিদ্যুৎচমকের মতো মুহুর্মুহু
প্রাক্তন বিশ্ব শিরোপার ছুঁড়ে দেওয়া

পালক, খেতাব


‘ মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ‘—’ মিস ইউক্রেন ‘ ‘ মিস আনাসতাসিয়া ‘ এখন
সাঁজোয়াবাহিনীর মতোন এক মস্ত

00 toসশস্ত্র সুন্দরী


প্রাক্তন বিশ্বসুন্দরী হতে যুদ্ধসুন্দরী :
স্বদেশের সুরক্ষা কবচ !
সংবাদটি শেয়ার করুন