দেশের সংবাদ

আ’লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

শেখ হাসিনা ওবাইদুল কাদের
আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা ই থাকছেন ও সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো ওবায়দুল কাদের

পরবর্তী তিন বছর আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা ই থাকছেন। নবমবারের মতো তিনি সভাপতি নির্বাচিত হলেন। আর সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো ওবায়দুল কাদেরই দায়িত্ব পালন করবেন।

আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে এ দুজন নির্বাচিত হন। দুটি পদে একজন করে প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি। দ্বিতীয় দিনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই দুই নেতা পরবর্তী তিন বছরের জন্য নির্বাচিত হন।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের দুই গুরুত্বপূর্ণ পদে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের নির্বাচিত হলেন।

দলের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আবদুল মতিন খসরু। সমর্থন করেন পিযুষ ভট্টাচার্য। সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। সমর্থন করেন আবদুর রহমান।

এর আগে শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাড়ে সাত হাজার কাউন্সিলর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =